সিডনি: শনিবারের পর ফের রবিবার। সিডনিতে খেলা চলাকালীন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে এল মহম্মদ সিরাজের উদ্দেশ্যে। ভারতীয় পেসার তৎক্ষণাৎ ঘটনা জানান সতীর্থ ও আম্পায়ারদের। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় খেলা। স্থানীয় পুলিশ প্রশাসন ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেয় ঘটনার জেরে। মিনিট দশেক বন্ধ থাকার পর ফের চালু হয় খেলা।


সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য তাদের দিকে ধেয়ে আসার অভিযোগ করেছিলেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। সরকারিভাবে অভিযোগও দায়ের করে ভারতীয় দল। গোটা ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের একইরকম খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয় ভারতীয় দের।

ঘটনাটি ঘটে চা বিরতির ঠিক আগে। ফাইন লেগে দাঁড়ানো মহম্মদ সিরাজের উদ্দেশ্যে মাঠের রেন্ডউইক স্ট্যান্ড থেকে উড়ে আসে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। যারপরই মাঠে থাকা আম্পায়ার পল রেইফেল ও পল উইলসনকে ঘটনাটি জানান তিনি। দেখা যায় অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেটাররা আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। যারপরই আম্পায়ারদের নির্দেশ পেয়ে পুলিশ ওই অংশে অভিযান চালায়। কিছুক্ষণের মধ্যে তারা ছয়জনকে বের করে দেন তারা।

যে ঘটনার তীব্র নিন্দা করেছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'সিডনির মাঠে যা হল তা খুবই দুর্ভাগ্যজনক। খেলার মাঠে এই ধরণের ঘটনার কোনও স্থান নেই। খেলার ও খেলোয়াড়দের প্রতি সম্মান দেখাতে না পারলে মাঠে এসে খেলোয়াড়ি পরিবেশ নষ্ট করার অধিকার কারোর নেই।'



ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটিগ্রিটি ও সিকিউরিটি বিভাগের প্রধান শন ক্যারল বলেছেন, 'এই ধরণের ঘটনার তীব্র নিন্দা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেউ যদি এরকম বর্ণবিদ্বেষমূলক ভাবনা পোষণ করেন, তাহলে অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠ তাঁর জায়গা নয়।'

যদিও অস্ট্রেলিয়ার মাঠে খেলার সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের সামনে পড়ার বিষয়টি নতুন নয় বলেই জানিয়েছেন হরভজন সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার টুইটারের লেখেন, 'অস্ট্রেলিয়ার খেলার সময় ধর্ম, বর্ণ নিয়ে অনেকবার বিদ্বেষমূলক কথা শুনেছি। ক্রিকেট দর্শকদের একাংশ বরাবরই এমনটা করে। এই বিরক্তিকর অভিজ্ঞতা থেকে ক্রিকেটাররা কবে রেহাই পাবে?'