কলকাতা: নতুন চিটফান্ড আইনে প্রথম রায়। যাবজ্জীবন কারাদণ্ড পিনকনকর্তা মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী সহ ৮ জনের। সঙ্গে ৫ লক্ষ টাকা করে জরিমানা। খুশি আমানতকারীরা।
শনিবার পিনকন মামলায় সাজা ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের জেলা আদালতের দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায়। যাবজ্জীবন কারাদণ্ড পিনকন কর্তা মনোরঞ্জন রায়, তাঁর স্ত্রী মৌসুমী রায়ের। যাবজ্জীবন আরও ৬ জনের।
পাশাপাশি প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। সাজা প্রাপ্তদের সম্পত্তি বক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারক। বেকসুর খালাস হয়েছেন ১০ জন।
সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এই কেসেই ইলেকট্রনিক এভিডেন্স জোরদার হয়েছে। নতুন চিটফান্ড আইনে প্রথম রায়। ৮৬৪ কোটি টাকা প্রতারণা। সম্পত্তি বিক্রি করে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
রায় ঘোষণাকে ঘিরে শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল আদালতে। দোষীদের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে সরব হন আমানতকারীরা। আদালতের রায়ে খুশি তাঁরা।
এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী।
বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ একাধিক রাজ্যের গ্রাহকদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।
২০১৭ সালে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায় অভিযোগ দায়ের হয়। প্রতারণার অভিযোগে পিনকনের কর্ণধার মনোরঞ্জন রায়, তাঁর স্ত্রী মৌসুমী সহ ২০জন ডিরেক্টরকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে মৌসুমী জামিনে ছাড়া পান। বিচার পর্ব চলাকালীন দুই ডিরেক্টরের মৃত্যু হয়।
বিচারকের নির্দেশ সত্বেও এদিন আদালতে হাজির ছিলেন না পিনকন কর্তা ও তাঁর স্ত্রী। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন মনোরঞ্জন রায়। আদালত সূত্রে খবর, ভিডিও কনফারেন্সে তাঁকে আদালতের রায় শোনানো হয়। হোয়াটসঅ্যাপে রায় পাঠানো হয় তাঁর স্ত্রীকে।
পিনকন মামলায় সংস্থার কর্তা মনোরঞ্জন রায়, স্ত্রী সহ ৮ জনের যাবজ্জীবন, সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2020 06:51 PM (IST)
নতুন চিটফান্ড আইনে প্রথম রায়... খুশি আমানতকারীরা
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -