নয়াদিল্লি: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ভেনিজুয়েলায়। মাটি ছেড়ে ওড়ার পরই শূন্যে উল্টে গেল বিমান। তার পর উল্টো অবস্থাতেই আছড়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে আগুনের গোলায় ঢেকে গেল চারিদিক। দুর্ঘটনার মুহূর্তের ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। (Plane Accident News)

Continues below advertisement

ভেনিজুয়েলার তাচিরা প্রদেশের মারামিলো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট Piper PA-31T1 বিমান। YV 1443 হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ৯টা বেজে ৫২ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ে রানওয়েতে।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রানওয়ে ধরে কিছু দূর ছুটে এসে মাটি ছেড়ে ওড়ে বিমানটি। কিন্তু খুব বেশি উঁচুতে উঠতে পারেনি। তার আগেই শূন্যে কাত হয়ে উল্টে যায় বিমানটি। সেই অবস্থাতেই সজোরে আছড়ে পড়ে মাটিতে। আর সঙ্গে সঙ্গেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিমানটিকে। 

Continues below advertisement

দুর্ঘটনার পর বিমানের কিছু টুকরো প্রায় ছাই হয়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে যায়। বিমানের মূল অংশও একেবারে চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে ছিল। আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল গোটা বিমান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এ্যারোনটিকস জানিয়েছে, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা বিভাগ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। বিমান দুর্ঘটনার তদন্ত করছে Junta Investigadora de Accidentes de Aviacion Civil (JIAAC).

Flightradar24 জানিয়েছে, বিমানটি ভেনিজুয়েলার মধ্যেই এতদিন উড়ত। অতি সম্প্রতি আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করেছিল। পানামা এবং কিউবা উড়ে গিয়েছিল বিমানটি। বুধবারের দুর্ঘটনায় দুই বিমানকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও অস্পষ্ট। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানের একটি চাকা ফেটে যায়। আর তাতেই নিয়ন্ত্রণ হারান পাইলট। এর আগে, সেপ্টেম্বর মাসেই ভেনিজুয়েলায় একটি প্রাইভেট জেট ভেঙে পড়ে। পর পর বিমান দুর্ঘটনায় নিম্নমানের সরঞ্জাম ব্য়বহারের অভিযোগ উঠছে। এই দুর্ঘটনার পরও সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।