নয়াদিল্লি: দুদিনের ভারত সফর শেষ করে গতকাল রাতেই দেশে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, তিনি কি এই সময়ে আসতে চেয়েছিলেন?


গতকাল রাতে রাষ্ট্রপতি ভবন আয়োজিত নৈশভোজের আসরে ট্রাম্পকে জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি বছরের শেষে ভারতে আসতে চেয়েছিলেন। সেকথা নরেন্দ্র মোদিকে জানিয়েওছিলেন। কিন্তু, মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর না কি সেই কথা পছন্দ হয়নি।


ট্রাম্প বলেন, আমি মোদিকে ফোন করেছিলাম। বলেছিলাম, যদি নির্বাচনের পর আমি ভারত সফর করি, তাতে কি আপনার কোনও আপত্তি রয়েছে? কিন্তু ওনার (মোদি) তা পছন্দ করেননি। তিনি আপত্তি জানান। আমার মনে হয়, তিনি ততদিনে সব ব্যবস্থা সেরে ফেলেছিলেন।


যদিও ভারত সফর নিয়ে উচ্ছ্বাস শোনা যায় ট্রাম্পের মুখে। বলেন, দুর্দান্ত অভিজ্ঞতা। আমি ভারতে আগেও এসেছি। তবে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম। আশা করি, ভবিষ্যতে বহুবার আসব। আমি এখানে আসতে ভালবাসি। তাই এই সফর উপভোগ করেছি।