নয়াদিল্লি: দেওয়ালির আলোর উত্সবে সীমান্ত পাহারা দেওয়া সেনা জওয়ানদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। যেদিন জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে নির্বিচারে কোনও প্ররোচনা ছাড়াই পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় কয়েকজন ভারতীয় জওয়ান নিহত হলেন, সেদিনই প্রধানমন্ত্রী ট্যুইট করে এবারের দেওয়ালিতে প্রহরারত জওয়ানদের জন্যও প্রদীপ জ্বালাতে বললেন দেশবাসীকে।


তিনি ট্যুইট করেছেন, এই দেওয়ালিতে, আসুন, আমাদের দেশকে ভয়-ভীতিহীন মেজাজে পাহারা দিয়ে রক্ষা করছেন যে জওয়ানরা, তাঁদের স্যালুট জানাতেও একটা প্রদীপ জ্বালাই। জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য ওঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে কোনও ভাষা, শব্দই যথেষ্ট নয়। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জওয়ানদের পরিবারগুলির প্রতিও কৃতজ্ঞ আমরা।

রাহুল গাঁধী পাকিস্তানের তীব্র সমালোচনা করে ট্যুইট করেছেন, পাকিস্তান যখনই যু্দ্ধবিরতি লঙঘন করে, তার আতঙ্কিত, ভীত চেহারা, দুর্বলতাই প্রকট হয়। উত্সবের সময়ও নিজেদের পরিবারের থেকে অনেক দূরে ভারতীয় জওয়ানরা দেশের সুরক্ষায় নিয়োজিত থাকেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করে দেন। সেনার প্রত্যেক জওয়ানকে আমার সেলাম।