নয়া দিল্লি: আজই ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ দেশে এসে দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। সেখানে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেন। প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ভারত সফরে এসেছেন ফুমিও কিশিদা।
দুই দিন তিনি ভারতে থাকবেন। তিনি ১৪তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। শেষ ভারত-জাপান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে টোকিওতে। এই সম্মেলনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে জাপানি সংবাদপত্র নিক্কেই রিপোর্ট করেছে যে আগামী পাঁচ বছরে ৫ ট্রিলিয়ন ইয়েন ভারতে বিনিয়োগ করবে জাপান।
আরও পড়ুন, চিনা ড্রোন উদ্ধার পেট্রাপোলে, ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য
কৌশলগত ও ব্যবসায়ের অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছে ভারত ও জাপান। শীর্ষ সম্মেলনে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা নিয়ে পর্যালোচনা করবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। পাশাপাশি দুই দেশের সম্পর্ক যাতে আরও মজবুত হয় তার চেষ্টাও করবে। ২০২১ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিশিদা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে স্বাগত জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই হতে চলেছে প্রথম বৈঠক।
গত বছরও ভারত-জাপান দ্বিপাক্ষিক সহযোগিতা ও পর্যালোচনা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। মহামারির আবহে ভার্চুয়াল বৈঠক ও ফোনকলের মাধ্যমে দুই দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা কথা বলেছিলেন।
মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল, ডেডিকেটেড ফ্রেট করিডোর, মেট্রো প্রকল্প, দিল্লি মুম্বই শিল্প করিডোরসহ একাধিক প্রকল্প ভারত-জাপান যৌথ উদ্যোগে হচ্ছে। সেই প্রকল্পের কাজ নিয়েও দুই দেশের শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। ভারত-জাপান ২০১৮ সাবে এরটি ডিজিটাল অংশীদারিত্ব স্বাক্ষর করেছিল। যেখানে বর্তমানে ভারতীয় স্টার্টআপগুলি জাপানিজ ভেঞ্চার ক্যাপিটালগুলি থেকে ১০ বিলিয়ান মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছিল।