নয়াদিল্লি: পূর্বসুরির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Praises Dr Manmohan Singh)! বৃহস্পতিবার রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য ফেয়ারওয়েল-বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনে ডক্টর মনমোহন সিংহের কথা স্মরণ করতে চাই...ওঁর বিপুল অবদান রয়েছে..একটা বিশাল সময় ধরে উনি এই ভবন ও দেশের দিশা নির্দেশ করেছেন... সে জন্য ওঁর কথা চিরস্মরণীয়।'


স্মরণের সরণিতে...
পূর্বসুরি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির কথায় পুরনো সংসদ ভবনের প্রসঙ্গ চলে আসে। সরকারের বিরুদ্ধে আস্থা ভোটের স্মৃতিচারণ করতে গিয়ে মোদি বলেন, 'জানাই ছিল যে ট্রেজারি বেঞ্চ জিতবে। তা সত্ত্বেও ডক্টর মনমোহন সিংহ হুইলচেয়ারে এসে ভোট দিয়ে যান। এক জন সদস্যকে তাঁর কর্তব্য সম্পর্কে যে কতটা সচেতন ও নিবেদিত হতে হয়, এটিই তার দৃষ্টান্ত।' প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসা করে রাজ্যসভার সমস্ত বিদায়ী সদস্যকে আগামীর শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। বলেন, 'আশা করব অবসরপ্রাপ্ত সাংসদদের অভিজ্ঞতা দেশের কাজে লাগবে, নবীন প্রজন্মকেও উদ্বুব্ধ করবে।'


প্রশংসা ছাড়া...
একদিকে ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রশংসা, অন্য দিকে বিরোধীদের নেতা মল্লিকার্জুন খাড়্গেকে কটাক্ষ--এক সঙ্গে দুরকম কথাই শোনা যায় মোদির বক্তৃতায়। 'ব্ল্যাক পেপার' আনার জন্য কংগ্রেস সভাপতি খাড়্গেকে 'ধন্যবাদ' জানিয়ে মোদির বার্তা ছিল, সরকার যা যা ভাল কাজ করেছে, সেগুলির 'কালা টিকা' হিসেবে কাজ করবে এটি। এদিন প্রতিবাদের প্রতীক হিসেবে বিরোধী সাংসদরা যে কালো পোশাক পরেছিলেন, সেটি নিয়ে ব্যঙ্গের সুর ছিল প্রধানমন্ত্রীর গলায়। বলেন, 'আজ রাজ্য়সভায় ফ্যাশন-প্যারেডও দেখলাম।' তবে এসবের মাঝে আলাদা করে পূর্বসুরির প্রশংসা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। 


আর যা...
ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্য়সভার ৬৮ জন সদস্য়ের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের উদ্দেশেই এদিনের বক্তৃকা। এর পর চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বাসভবনে তাঁদের 'ফেয়ারওয়েল' দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল ১০টায়, এই সাংসদরা রাষ্ট্রপতি ভবনে একটি গ্রুপ ফোটো তোলেন। আজ সন্ধেয়  চেয়ারম্যানের বাসভবনে ফেয়ারওয়েল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের। যে ৬৮ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে ৫৬টি আসনে এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা। ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এঁদের মধ্যে ২৯ জন বিজেপির। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও রয়েছেন এই তালিকায়। সূত্রের খবর, বিজেপি হাইকম্যান্ড, বিভিন্ন রাজ্যের নেতাদের এই নির্বাচনে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপি।


আরও পড়ুন:‘দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন, OBC পরিবারে জন্মাননি মোদি’, বললেন রাহুল