অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রেশন বণ্টনে কারচুপির অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তিন নম্বর দাঁদরা অঞ্চলের নীলা গ্রামের ঘটনা। অভিযোগের তির গৌরহরি বাগের দিকে।


কী অভিযোগ?
স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরেই রেশন প্রাপকদের বরাদ্দ চাল ও আটা পরিমাণে কম দিচ্ছেন গৌরহরি বাগ। প্রতিবাদ করলে অভিযুক্ত রেশন ডিলার গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বলেও ক্ষোভ স্থানীয়দের।  রেশন ডিলারের আচরণে দানা বাঁধে বিক্ষোভ। ডিলারকে আটকে রেখে দীর্ঘক্ষণ প্রতিবাদ দেখান স্থানীয়েরা। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত ডিলারকে উদ্ধার করে। অভিযোগের তদন্তও শুরু হয়েছে।
বিক্ষোভকারী গ্রামবাসীরা বলেন, ‘প্রাপ্য পাঁচ কেজির জায়গায় চার কেজি করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। বার বার জানিয়েও কোনও সুরাহা হয়নি। উল্টে হুমকি দেওয়া হয়। গ্রামবাসীরা সকলে মিলে তার প্রতিবাদ করি।' রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত গৌরহরির কর্মরত শ্রমিকরা। তাঁরা বলেন, 'মালিকের নির্দেশে মত আমরা প্রত্যেকে এক কেজি করে চাল কম দিয়েছি। মানুষ ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে এসে আমাদের আটকে রেখে বিক্ষোভ দেখান।' বিক্ষোভের খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্ত রেশন ডিলার গৌরহরি বাগকে আটক করা হয়েছে। তবে গৌরহরি বা তাঁর পরিবাররে কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। 


বলাগড়ের ঘটনা...
গত ডিসেম্বরে, হুগলির বলাগড়ে দুয়ারে রেশন ক্যাম্প থেকে রেশন সামগ্রী নিয়ে খোলা মাঠে বিক্রির অভিযোগে শোরগোল শুরু হয়েছিল। অভিযোগ পেয়ে হাতেনাতে অভিযুক্তদের ধরেন তৃণমূল বিধায়ক। যিনি একাজ করছিলেন বলে দাবি, সেই মহিলাও অবশ্য নিজেকে তৃমমূল কর্মী বলে দাবি করেন। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। এমনিতেই, গত অক্টোবরে, রেশন দুর্নীতি মামলায় ইডি-র হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকে এই বিষয় নিয়ে জোর চর্চা চলছে। জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর  বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পর থেকেই নানা তথ্য উঠে আসতে থাকে। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশই ২০২০, '২১ ও '২২ সালে ৩টি FIR করেছিল। FIR হয়েছিল বাকিবুর রহমানের সংস্থার নামে। যদিও, ED সূত্রে দাবি করা হয়, FIR দায়ের হলেও, গভীরে গিয়ে তদন্ত হয়নি।


আরও পড়ুন:মাঘের শেষলগ্নে ফিরল ঠান্ডা, সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে দক্ষিণবঙ্গে