নয়াদিল্লি: বাজেট অধিবেশনের (PM Modi in Budget Session) জবাবি ভাষণে ছত্রে ছত্রে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, বিরোধীদের বেহাল অবস্থার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন তিনি। বিরোধীদের জোট ভাঙার জন্য় কংগ্রেসকে নিশানা করে যে সুর শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কার্যত তাই যেন শোনা গেল প্রধানমন্ত্রীর ভাষণেও।
পরিবারতন্ত্র থেকে বিভাজন হয়ে উন্নয়নে বাধা-- মোদি (PM Modi slams Congress) একাধিক অভিযোগে বিঁধলেন কংগ্রসকে। তাঁর তোপ, 'কংগ্রেসের দোকানে তালা ঝোলার সময় এসে গেছে। দেশকে অনেক ভেঙেছেন, আর কতদিন এই রাজনীতি চলবে? কিছু হলেই বিভাজনের কথা বলে, আর কতদিন এভাবে চলবে? ভোটের রাস্তা পরিশ্রমের, কিছু নতুন তো ভাবতে পারতেন? আর কত দিন সমাজে বিভাজনের চেষ্টা করবেন? ভোটের বছরে এবার অন্তত নতুন কিছু করতে পারত। নিজেদের দায়িত্ব পালন করতে বিরোধীরা ব্যর্থ।' নাম না করে রাহুলের (Modi on Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও কটাক্ষ করেছেন তিনি।
দেশের বিরোধীদের অবস্থার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন মোদি। খোঁচা দিয়েছেন বিরোধীদের জোট নিয়েও। তাঁর কটাক্ষ, 'একে অপরের উপরেই বিশ্বাস নেই, দেশ কীভাবে বিশ্বাস রাখবে? দেখছি অ্যালায়েন্সের (Modi on Opposition Alliance) অ্যালাইনমেন্টই বিগড়ে গেছে।'
পরিবারতন্ত্র নিয়ে তোপ:
পরিবারতন্ত্রের (Dynasty Politics) প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে তাঁর তোপ, 'বিরোধীদের ভাল নেতাদের কোনও উৎসাহ দেওয়া হয় না। কংগ্রেস শুধু পরিবারতন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের জন্য পরিবারতন্ত্র বিপজ্জনক। কংগ্রেসের সামনে ভাল বিরোধী হওয়ার সুযোগ ছিল।' গুলাম নবি আজাদের প্রসঙ্গ তুলে তাঁর খোঁচা, তিনি পরিবারতন্ত্রের জন্যই কংগ্রেস থেকে সরে গিয়েছেন। উন্নয়ন নিয়েও মোদি খোঁচা দিয়েছেন কংগ্রেসকে। তাঁর কটাক্ষ, 'যেভাবে দেশ এগোচ্ছে, এই গতি কংগ্রেস কল্পনাও করতে পারে না। কংগ্রেসের গতিতে চললে দেশের উন্নয়নে ৮০ বছর লাগত।' বক্তব্যে জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর প্রসঙ্গও তোলেন মোদি। তাঁর অভিযোগ, 'কংগ্রেস (Modi in Congress) কোনওদিন ভারতের যোগ্যতাকে ভরসা রাখেনি। তারা নিজেদের সবসময় শাসক ভেবে জনগণকে খাটো নজরে দেখেছে।' নিজের বক্তব্যের সমর্থনে লালকেল্লা থেকে নেহরুর ভাষণের অংশও তুলে ধরেন মোদি। মোদির মুখে উঠে ইন্দিরা গাঁধীর বক্তব্যের অংশও। তিনিও ভারতের লোকজনের ক্ষমতার উপর ভরসা রাখতে পারেননি বলে তোপ মোদির। সঙ্গে তাঁর কটাক্ষ, 'ইন্দিরা গাঁধী দেশের মানুষকে খাটো করে দেখেছেন ঠিকই কিন্তু কংগ্রেসকে ঠিকমতোই বুঝেছেন।'
পরিবারতন্ত্র ও কংগ্রেসকে এক সারিতে রেখে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে অধীর চৌধুরীর প্রসঙ্গও। তাঁর কটাক্ষ, 'অধীর চৌধুরীর অবস্থা দেখুন, পরিবারতন্ত্রের সেবা করতে হচ্ছে অধীর চৌধুরীকে।'