নয়াদিল্লি : হরিয়ানায় বিধানসভা নির্বাচনে "ফলাফল আপডেট হচ্ছে ধীরে", এই মর্মে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল কংগ্রেস। সেই প্রসঙ্গত তুলে এবার কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। এই 'বিরোধী দল প্রত্যেক প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে চায়' বলে তাঁর অভিযোগ। হরিয়ানায় বিজেপি জয়লাভের পর দিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি এই অভিযোগও করেন যে, দেশের মানুষকে বিপথে চালানোর চেষ্টা করেছে কংগ্রেস।


প্রধানমন্ত্রী বলেন, "দেশের নির্বাচন কমিশন হোক, পুলিশ বা বিচার-ব্যবস্থা...সব প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে চায় কংগ্রেস। লোকসভা ভোটের আগে ওরা কীরকম হট্টগোল শুরু করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ভোটের সময়ও, এরা এবং এদের শহুরে নকশালি সঙ্গীরা নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজও ওরা একই কাজ করেছে। কংগ্রেস দেশের মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কংগ্রেস সবসময়ই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে। তাদের কালিমালিপ্ত করার চেষ্টা করে। কংগ্রেসের এটাই অভ্যাস। নির্লজ্জের মতো এই জিনিসগুলি করে যাচ্ছে কংগ্রেস।" 


এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের ভোটের ফল নিয়ে কংগ্রেসকে পরজীবী খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। এখানে জয়লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। যার মধ্যে তিন-চতুর্থাংশ আসনে জিতেছে ন্য়াশনাল কনফারেন্স।


প্রধানমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীরে, ওদের (কংগ্রেস) শরিক দলগুলি চিন্তায় পড়ে যায়, কারণ ওরা ভাবছিল কংগ্রেসের কারণে হারছে এবং আজকের ফলাফলে একই জিনিস প্রতিফলিত হয়েছে। আপনাদের মনে রাখতে হবে, ভোটের ফলেও আমরা একই জিনিস দেখেছি। লোকসভায়, শরিকদের কারণে অর্ধেক আসনে জিতেছে কংগ্রেস। এছাড়াও, যেখানে শরিকরা কংগ্রেসকে বিশ্বাস করেছিল, সেখানে সেখানে জোটের নৌকা ডুবে গিয়েছে। একাধিক রাজ্যে, কংগ্রেসের খারাপ ফলের জ্বালা ভোগ করতে হয়েছে শরিকদের। কংগ্রেস এমন একটি পরজীবী দল যারা তার শরিক দলগুলিকে গিলে ফেলে। কংগ্রেস এমন একটা দেশ তৈরি করতে চায় যেখানে মানুষ তাদের ঐতিহ্যকে ঘৃণা করবে, জাতীয় প্রতিষ্ঠানগুলিকে সন্দেহ করবে। দেশবাসী যেসব নিয়ে গর্বিত সেগুলির ভাবমূর্তি কালিমালিপ্ত  করতে চায়।"


প্রসঙ্গত, হিন্দি বলয়ের হরিয়ানায় অব্য়াহত বিজেপির জয়জয়কার। ২০১৪, ২০১৯-এর পর ২০২৪। লাগাতার তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে, হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতা, কৃষক অসন্তোষ, কুস্তিগিরদের আন্দোলন কোনও কিছুরই প্রভাব পড়ল না ভোটে। হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে ৪৮টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ৩৭টি আসন। ওমপ্রকাশ চৌটালার INLD এবং মায়াবতীর BSP-র জোট পেয়েছে ২টি আসন। ৩টি আসনে জিতেছে অন্য়ান্য় দল।