আমদাবাদ : গুজরাতে ( Gujarat Election 2022 ) আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হয়েছে ৯৩ টি আসনে। আমদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন তিনি। 


তাঁকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। অনেকে রাস্তায় প্রধানমন্ত্রীকে ( Narendra Modi ) এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন। তিনি ভোট দিতে যাচ্ছেন যখন, তখন চারিদিন থেকে  স্লোগান ওঠে তাঁর নামে। 


ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীবলেন, গুজরাতে যে ভাবে নির্বাচন হচ্ছে, তা সারা দেশের কাছে একটি দৃষ্টান্ত । এই ভোট খুব স্বচ্ছতার সঙ্গে ও ভালভাবে হচ্ছে । তিনি নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনকেও ধন্যবাজ জানান।






ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টায় আসেন তিনি ভোটগ্রহণ কেন্দ্রে। আমদাবাদের রনিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন ভোটার কার্ড সহ। স্রাতার দু ধারে তখন অনুরাগীদের ভিড়। নিজের মেজাজেই সকলকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। অনুরাগীদের করজোড়ে প্রতিনমস্কার জানান তিনি। রাস্তার দু’পাশে তখন গলা ফাটিয়ে ‘মোদি, মোদি’ স্লোগান। বুথ পর্যন্ত হেঁটে যেতেই শুভেচ্ছায় ভাসলেন তিনি।
২০১৭-র বিধানসভা ভোটে এই ৮৯টি আসনের মধ্যে বিজেপি ৪৮টিতে এবং কংগ্রেস ও তার সহযোগীরা জিতেছিল ৪০টি আসনে।