ঢাকা : সঙ্কটে খালেদা জিয়ার স্বাস্থ্য। তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।  রবিবার ভোরই তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

বহুদিন ধরেই অসুস্থ তিনি। ইদানিং অবস্থা একটু বেশিই খারাপ বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেত্রীর  হৃদপিণ্ড এবং ফুসফুসের অবস্থা ভাল নয়।  ৮০ বছর বয়সী খালেদা জিয়ার বুকে সংক্রমণের চিকিৎসা চলছে।   বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জেনে পাশে থাকার  বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি পোস্টে লেখেন,  বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।        

Continues below advertisement

সংবাদমাধ‍্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, খালেদার চিকিৎসার জন্য চিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এসেছে ঢাকায়। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। তাঁরা ইতিমধ্যেই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে  খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছে। অসুস্থতার জন্য দীর্ঘদিনই তাঁর পুত্র তারেক রহমান দল চালাচ্ছেন। যদিও এখনও খালেদা জিয়াই এখনও দলের চেয়ারপারসন।  

খালেদা জিয়ার অবস্থা বহুদিন ধরেই খারাপ। হাসিনার আমলেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বিএনপি নেতাদের অভিযোগ ছিল, তাঁকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন ছিল কিন্তু তার অনুমতি মিলছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে জুম্মার নামাজের পর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে। তিনি লন্ডনবাসী। তিনি কি ফিরবেন ? জানা যাচ্ছে তিনি জানিয়েছেন, তাঁর দেশে ফেরার বিষয়টি তাঁর নিজের নিয়ন্ত্রণের বাইরে, ও বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল।