নয়াদিল্লি: আজ অমিত শাহর ৫৫ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে সরকারের অন্যতম স্তম্ভকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, "শুভ জন্মদিন অমিত শাহ। আমার সহকর্মী, একজন অভিজ্ঞ রাজনীতিক এবং দক্ষ নেতা। সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি দেশকে শক্তশালী ও সুরক্ষিত করার জন্য কাজ করে চলেছেন।"
১৯৬৪ সালে মুম্বইতে জন্ম অমিত শাহর। খুব কম বয়স থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত তিনি। গুজরাতে বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সামলেছেন তিনি। ২০১৪ সাল থেকে বিজেপি সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। গুজরাতের গাঁধীনগর থেকে ভোটে জিতে সাংসদ হন অমিত। কেন্দ্রে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রকের ভার নেন অমিত।