নয়া দিল্লি:  নজরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ফের যোগী রাজ্যে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দুপুর ১টার সময় প্রয়াগরাজ সফরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে থাকবেন প্রায় ২ লক্ষ মহিলা। তাঁদের উদ্দেশে একটি প্রকল্পও উদ্বোধন করবেন নমো, এমনটাই জানা গিয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মহিলাদের জন্য বিশেষ করে একেবারে নীচু তলার জন্য, তাঁদের প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদ প্রদানের মাধ্যমে তাঁদের ক্ষমতায়নের জন্য এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।" এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী মোদী স্বনির্ভর গোষ্ঠীগুলির (এসএইচজি) ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠাবেন মহিলাদের অ্যাকাউন্টে, এমনটাই জানান হয়েছে। 


আরও পড়ুন, উৎসবের মতো নির্বাচন হয়েছে, মাথা নত করে কাজ করে যাব: মমতা বন্দ্যোপাধ্যায়


এর ফলে সে রাজ্যের প্রায় ১৬ লক্ষ মহিলা সদস্য উপকৃত হবে বলেই জানা যাচ্ছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মাধ্যমে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে এই টাকা স্থানান্তর করা হচ্ছে। এর অর্থ হল যে ৮০ হাজার SHGs এই টাকা পাবে। প্রতি SHG-এর জন্য ১.১০ লক্ষ টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড রাখা হচ্ছে।                          







এরপরে, প্রধানমন্ত্রী ২০ হাজার  Business Correspondent-Sakhis-দের অ্যাকাউন্টে ৪ হাজার টাকার প্রথম মাসে স্থানান্তর করবেন। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা প্রকল্পের অধীনে প্রায় এক লক্ষ উপকারভোগীর কাছে ২০ কোটি টাকার বেশি পরিমাণ হস্তান্তর করা হবে। এই প্রকল্পে কন্যাসন্তানকে  জীবনের বিভিন্ন পর্যায়ে শর্তসাপেক্ষে সেই টাকা দেওয়া হবে বলে জানান হয়েছে।