কলকাতা: সামনের বছরেই দেশে লোকসভা নির্বাচন। এদিকে সামনের বছরের জানুয়ারিতেই উদ্বোধন হতে পারে রাম মন্দিরের (Ram Mandir)। সম্প্রতি এমনটা খোদ জানিয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। আর বুধবারই নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অযোধ্য়ার রাম মন্দিরে (Ram Temple) ভগবান রামের মূর্তির প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (shri ram janmabhoomi teerth kshetra trust)। সেই বিষয় খোদ X হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী।


কী লিখেছেন মোদি?
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর X হ্যান্ডেলে লেখেন, 'আজকের দিন অনেক অনুভূতিতে পূর্ণ। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীরা আমার বাড়িতে এসেছিলেন। ওঁরা আমাকে প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যার শ্রীরাম মন্দিরে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার সৌভাগ্য যে আমি আমার জীবনে এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকব।'


 






সূত্রের খবর, আগামী বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে রাম লালার (Ram Lala) মূর্তি স্থাপন করা হবে। মন্দির তৈরির বিষয়টি যে কমিটি দেখভাল করছে তার প্রধান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছিলেন, তিনতলা ওই মন্দিরের গ্রাউন্ড ফ্লোর ডিসেম্বরের শেষেই তৈরি হয়ে যাবে। তারপরেই ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা করা হবে। এর আগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে সব মন্দিরে উদযাপন করতে বলেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 


দীর্ঘ মামলা-আইনি লড়াইয়ের পরে ২০১৯ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে রাম মন্দির তৈরির রাস্তা পরিষ্কার হয়ে যায়। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মাধ্যমে অযোধ্যার ওই জমিতে রাম মন্দির তৈরির কাজ শুরু করার কথা বলা হয়। পাশাপাশি কেন্দ্রকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে যাতে তারা অন্যত্র মসজিদ বানাতে পারেন। 


আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি! এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে