রাইপুর : ছত্তীসগঢ়ের রাইপুরের সভা থেকে কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের উন্নয়নের ইস্যুতে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন কংগ্রেসকে। মোদির অভিযোগ, ছত্তীসগঢ়ের উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে একটা বড় পাঞ্জা (হাত)। এটা কংগ্রেসের পাঞ্জা। যেটা আপনার কাছ থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। এই 'পাঞ্জা' ঠিক করে নিয়েছে তারা লুঠ করে ছত্তীসগঢ়কে ধ্বংস করে দেবে।
আজ রাইপুরে বিজয় সংকল্প মহামিছিলে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চ থেকে ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ়ে কংগ্রেস যে ৩৬টি আশ্বাস দিয়েছিল, তার মধ্যে একটি হল রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে। পাঁচ বছর পেরিয়ে গেল। কিন্তু, সত্যিটা হচ্ছে, কংগ্রেস ছত্তীসগঢ়ে হাজার কোটি টাকার মদ দুর্নীতিতে জড়িত। এর সম্পূর্ণ খবর খবরের কাগজে রয়েছে।"
প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ় এমন একটা রাজ্য যার গঠনে বিজেপি বড় ভূমিকা নিয়েছে। শুধুমাত্র বিজেপিই ছত্তীসগঢ়ের মানুষকে বুঝতে পারে। তাদের প্রয়োজন অনুধাবন করতে পারে। আজ ৭ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা হল। " বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তাঁর সংযোজন, "এই মানুষগুলো এবার আমার পেছনে লাগবেন। আমার কবর খোঁড়ার হুমকি দেবেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। কিন্তু, ওঁরা জানেন না, মোদি ভয় পাওয়ার লোক নন।"
তিনি প্রধানমন্ত্রিত্বে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন মোদি। তিনি বলেন, "গত নয় বছরে, কেন্দ্রের বিজেপি সরকার ছত্তীসগঢ়ের কৃষকদের ১ লক্ষ কোটি টাকার বেশি অনুদান দিয়েছে। এবছরও চাষিদের ২২ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। বিজেপিই একমাত্র কৃষকদের কঠোর পরিশ্রম বুঝতে পারে এবং তাদের জন্য কাজ করছে। অন্যদিকে, কংগ্রেস কৃষকদের সঙ্গে শুধুমাত্র প্রতারণা করছে, তাদের মিথ্যা কথা বলছে।"
একাধিক প্রকল্পের উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী বলেন, "এগুলি আদিবাসী অধ্যুষিত এলাকায় সুযোগ সুবিধা এনে দেবে এবং উন্নয়ন হবে। এই প্রকল্পগুলি রাজ্যের মানুষের জন্য বহু সুযোগ সুবিধা নিয়ে আসবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে।"
আরও পড়ুন ; খারিজই রইল সাংসদ পদ, গুজরাত হাইকোর্টে বড় ধাক্কা রাহুলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন