শাহজাহানপুর:  বিধানসভা নির্বাচনের মুখে ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) জন্য নয়া প্রকল্পের সূচনা। এ বার ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে (Ganga Expressway) তৈরির কাজে হাত দিল কেন্দ্র। শনিবার তার নিজেহাতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই গঙ্গা এক্সপ্রেসওয়ে রাজ্যের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হতে চলেছে।


এ দিন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। মেরঠের বিজৌলি গ্রাম থেকে প্রয়াগরাজের জুদাপুর ডান্ডু পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ে মেরঠ, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বদায়ুঁ, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বরেলী, প্রতাপগড় এবং প্রয়াগরাজ জেলার মধ্য দিয়ে যাবে। এর মাধ্যমে সংযুক্ত করা যাবে রাজ্যের পূর্ব এবং পশ্চিম অংশকে।



আরও পড়ুন: বিনামূল্যে মহিলারা পাবেন ৫ হাজারের সুবিধা, বড় ঘোষণা মোদি সরকারের


সূচনাপর্বে গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর ছ’টি লেন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে আরও দু’টি লেন তৈরি করে নেওয়া যাবে। এ ছাড়াও, যাতে জরুরি পরিস্থিতিতে বায়ুসেনার (Indian Air Force) বিমানের উড়ান এবং অবতরণের জন্য সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি হবে শাহজাহানপুরে।একই সঙ্গে এক্সপ্রেসওয়ের উপর শিল্প করিডরও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য আপাতত ৩৬ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এতে রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে বলে আশাবাদী সরকার।


যদিও বিরোধীদের অভিযোগ, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার ঢের আগেই গঙ্গা এক্সপ্রেসওয়ের সূচনা হয়েছিল। ভোটের আগে তার কৃতিত্ব নিজেদের বলে চালাতে চাইছে বিজেপি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেখ যাদবের কথায়, "মায়াবতীজি গঙ্গে এক্সপ্রেসওয়ে প্রকল্পের সূচনা করেন। বিজেপি এখন সেটাকে নিজেদের বলে দাবি করছে। "