নয়াদিল্লি: সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন অযোধ্যা থেকে ফিরেই দিল্লিতে নিজ বাসভবনে জ্বালালেন 'রাম-জ্যোতি।' ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ট্যুইট করে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। 






রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার বাড়িতে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানোর আর্জি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লিখলেন, 'আজ নিজের ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। এই পবিত্র উৎসব উপলক্ষ্য়ে দেশবাসীর কাছে আবেদন, নিজেদের ঘরে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান। জয় সিয়ারাম।'  দেশবাসীর কাছে এই মর্মে আগেও আবেদন জানান প্রধানমন্ত্রী। আর্জি ছিল, ওই দিন যেন ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানো হয়। আর এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়। যেমন হাওড়ার পিলখানার ভাঁড়পট্টির মৃৎশিল্পীরা। ভাঁড় তৈরির পাশাপাশি বাড়ির মহিলারা সংসারের কাজ মিটিয়ে প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বাজারের পাইকারি বিক্রেতারা এসে তাঁদের কাছে অর্ডারও দিয়ে গিয়েছেন।


রামমন্দির প্রতিষ্ঠার দিনই (Ram Temple) বহুদিন ধরে চলে আসা বিতর্কের যবনিকা টানলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রামমন্দির প্রতিষ্ঠানের দিন এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সেটাও একটা সময় ছিল, যখন কিছু মানুষ বলেছিল যে, রামমন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। এরকম মানুষ ভারতের সামাজিক পবিত্র দিককে জানতেই পারেনি। রামলালার এই পবিত্র মন্দিরের নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, সদভাবের প্রতীক। আমি দেখছিলাম, যে রাম মন্দিরের নির্মাণ কোনও আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে।'


আরও পড়ুন, অযোধ্যা থেকে ফিরেই বড় বার্তা মোদির, বললেন 'দেশবাসী পেতে চলেছেন..'


মোদির সংযোজন, 'এটা হল রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের ভরসা। রাম ভারতের বিচার। রামই ভারতের প্রতিষ্ঠান। রামই নীতি। রামই হলেন বিশ্ব আত্মা। আর এই জন্যই রামের প্রতিষ্ঠা যখন হয়, তখন তার প্রবাহ , শুধু কোনও শতাব্দীতেই থেমে থাকে না। এর প্রবাহ হাজার বছরের জন্য হয়। এরপরেই মোদি মহর্ষি বাল্মীকির কথা মনে করিয়ে বলেন, রামের প্রবাহমান কাল ১০ হাজার বছর।'