নয়া দিল্লি: চিন (China) ভারতের (India) সম্পর্কের ফাটল নতুন করে চওড়া না হলেও, তা যে সুসম্পর্কে পরিণত হয়েছে, এমনটাও নয়। তিব্বত (Tibet) সীমান্তে সেই রেশ এখনও বর্তমান। এই প্রেক্ষাপটে মার্কিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ম্যাগাজিন 'দ্য ডিপ্লোম্যাট'-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) 'Modi Laoxian' অর্থাৎ 'অমর মোদি' নামে ডাকা হয়।         


'How is India viewed in China?' এই প্রতিবেদনটিতে সাংবাদিক মু চুনশান লিখেছেন যে চিনাদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন মোদি। সাংবাদিক চিনা সোশাল মিডিয়া Sina Weibo (চিনদেশে ব্যবহৃত টুইটার) বিশ্লেষণ করে এই রিপোর্টটি প্রকাশ করেছেন। তিনি সেখানে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন তা শেখার মতোই।


সিনা ওয়েবোতে প্রায় ৫৮২ মিলিয়ন ইউজার রয়েছে। সেখানে না কি মোদিকে এই নামেই ডাকা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় চিনা ভাষায় 'Modi Laoxian' নামে পরিচিত। 'Laoxian' শব্দটি মূলত বলা হয়ে থাকে বর্ষীয়ান ব্যক্তিকে, যাঁদের মধ্যে কিছু ভিন্ন ক্ষমতা থাকে।                                                                                        


রিপোর্টে এও বলা হয়েছে, চিনা নেটিজেনরা মনে করেন যে মোদি বাকি দেশের প্রধান নেতৃত্বদের থেকে বেশ কিছু আলাদা। নমোর পোশাক-পরিচ্ছেদ, বক্তব্য, নীতি সবকিছুই ভারতের পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের মতো নয়। তিনি ব্যক্তিক্রমী। রাশিয়া হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন মোদি। আর এই কারণে চিনা নেটনাগরিকদের একাংশের কাছে তিনি পছন্দের ব্যক্তিত্ব। 


আরও পড়ুন, মোদিকেই তাদের প্রধানমন্ত্রী চায় পাকিস্তান! ইউটিউবারের প্রার্থনার ভিডিও ভাইরাল


সাংবাদিক মু বলেন, আমি প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট নিয়ে কাজ করি। চিনারা কোনও বিদেশি নেতৃত্বকে বিশেষ নামে ডাকছেন এমনটা চট করে দেখা যায় না। এর থেকে বোঝা যায়, চিনা জনগণের কাছে মোদি নিজের ছাপ ফেলতে পেরেছেন।'