ইসলামাবাদ: খাদ্য, জ্বালানি এবং আর্থিক সঙ্কট, সবেতেই বিপর্যস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল কাতর আর্জি। তিনি প্রার্থনা করছেন নরেন্দ্র মোদিকে যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক ভারতের সঙ্গে তাঁর নিজের দেশ পাকিস্তানের তুলনা করছেন। ওই ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছেন, ‘যদি পাকিস্তান তৈরিই না হত খুবই ভালো হত।’ ইমরান খান, বেনজির ভুট্টো, শহবাজ শরিফ কাউকে নয়, বরং পড়শি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৮ বছরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে চান ওই যুবক।
ভাইরাল হওয়া ভিডিও তে সাংবাদিক প্রশ্ন করছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান যখন তৈরি হয়েছিল তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠত, কিন্তু আজ সেই স্লোগানের বদলে আওয়াজ উঠছে পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।’ অর্থাৎ বাঁচতে চাইলে পাকিস্তান থেকে পালাও, পারলে ভারতে চলে যাও। এর উত্তরে ওই যুবক বলেন, ‘আপনি ঠিকই বলছেন। পাকিস্তান ভারতের থেকে আলাদা না হলেই ভালো হত। সমগ্র ভারত পাকিস্তান এক হত।’
আরও পড়ুন, পশ্চিম আকাশে 'মহাজাগতিক' মিলন, এক সারিতে চাঁদ-বৃহস্পতি-শুক্র
এই ভিডিওতে ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আজ আমরা টমেটো ২০ টাকা কিলো, চিকেন ১৫০ টাকা কিলো, পেট্রোল ১৫০ টাকা লিটার কিনতে পেতাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা এতদিন পর একটা দেশ পেলাম, কিন্তু সেটাও এতটা ব্যর্থ। এর থেকে অনেক ভালো তো মোদি। দেশের লোক তাঁকে কতটা মেনে চলে। আমাদের মোদিকে চাই। না আমাদের ইমরান খানকে চাই, না বেনজির ভুট্টো, না শহবাজ শরিফ। আমাদের তো মোদি চাই। তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’
গত কয়েক বছর ধরেই বিপর্যস্ত পাকিস্তান। আর্থিক সংকটে জেরবার, নেই খাদ্য, নেই জ্বালানি। আটা-ময়দার জন্য চলছে মারামারি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাত তুলে নিয়েছে চিন, সৌদি আরবও। হুমকি আসছে তালিবানের কাছ থেকে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল এই কাতর আর্জি।