নয়াদিল্লি: আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তারপর সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্ক। তিনি বলেন, 'আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জন্য ঠিক জিনিসটাই করতে চান। নতুন সংস্থাকে এগিয়ে আসতে সমর্থন করেন তিনি। ভারতের যাতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য রাখেন তিনি।'
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মোদি তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। আগামীবছর ভারত সফরের ইচ্ছে তাঁর রয়েছে বলে জানান তিনি। ভারতে ব্যবসায়িক ভাবে পা রাখার ইচ্ছেও তিনি প্রকাশ করেছেন।
ভারতে ইন্টারনেট পরিষেবা আনার ব্যাপারেও তিনি ইচ্ছুক বলে জানিয়েছেন। এলন মাস্কের মস্তিষ্কপ্রসূত স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা ভারতে আনার ব্যাপারেও তিনি ভাবছেন বলে জানিয়েছেন। এই পরিষেবা ভারতের গ্রামীন ক্ষেত্রের উন্নতি করতে সুবিধা করবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের প্রশংসা:
ভারতের প্রশংসাতেও পঞ্চমুখ টেসলা এবং SpaceX-এর সিইও এবং ট্যুইটারের মালিক এলন মাস্ক। তিনি বলেন, 'আমি ভারতের ভবিষ্যত নিয়ে খুবই উৎসাহী, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি। ভারত নিয়ে খুবই চিন্তা করেন মোদি। ভারতে বিনিয়োগ করার জন্য বলেছেন তিনি। আই অ্যাম আ ফ্যান অফ মোদি।'
সৌরশক্তি উৎপাদন:
পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ নিয়ে কথা বলেছেন মাস্ক। ভারতে এর জন্য উপযোগী, ভারতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। ভারতের যা ভৌগোলিক অবস্থান তাতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী বলে জানান তিনি।