আরও একবার শীর্ষে মোদি। ফের এবার জনপ্রিয়তার তালিকায় সবথেকে উপরে উঠে এল ভারতের প্রধানমন্ত্রীর নাম। একটি আন্তর্জাতিক রেটিংয়ে  এক নম্বর পেলেন দেশের প্রধানমন্ত্রী। ঠিক যখন আরও একবার ব্র্যান্ড মোদিতে ভরসা করে উত্তর ভারতের তিন রাজ্যে বিধানসভা ভোটের বৈতরণী পার করেছে বিজেপি, তখনই আন্তর্জাতিক তালিকায় ( US-based consultancy firm Morning Consult এর করা সমীক্ষা ) জনপ্রিয়তায় শীর্ষ স্থান পেলেন মোদি। সমীক্ষা খুঁজেছিল সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত নেতাকে। 


২২ টি দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে  সমীক্ষাটি করা হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে ফল ঘোষণা হয়েছে। মার্কিন কনসাল্টেন্সি সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষায় সবার আগে এসেছে মোদির নাম। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যখন একজোট হয়ে আক্রমণ শাণাচ্ছেন বিরোধীরা তখন এই সমীক্ষার ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ ( বলছে, ৭৬ শতাংশ ভারতীয়র বিশ্বাস মোদির ( Narendra Modi ) উপরই।  তাঁর লিডারশিপেই এখনও আস্থা সিংহভাগ ভারতীয়র। সমীক্ষায় অংশ নেওয়া ভারতীয়দের মাত্র ১৮ শতাংশ আস্থা রাখছেন না মোদির উপর। কোনওদিকেই ভোট দেননি ৬ শতাংশ মানুষ।  


Modi র পরে কারা ?


মোদির যে রেসে এক নম্বরে রয়েছে ৭৬ শতাংশ মানুষের আস্থা নিয়ে, তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। আন্দ্রে ম্যানুয়েল লোপেজ কিন্তু মোদির থেকে অনেক কম ভোট পেয়েছেন। তাঁর লিডারশিপে আস্থা রেখেছেন  ৬৬ শতাংশ মানুষ। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian premier Giorgia Meloni holds the sixth position with a 41% approval rating) রয়েছেন ষষ্ঠ স্থানে।  top 10 leader এর তালিকায় সবথেকে খারাপ ফল কানাডার প্রধানমন্ত্রীর (Justin Trudeau) । তাঁর বিরুদ্ধেই গিয়ে ৫৮ শতাংশ জনমত ।                  



  • ৬৬% জনমত পেয়ে  মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ২য় স্থানে

  • ৩য় স্থানে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালাইন বারসেট, পেয়েছেন ৫৮% এর মত 

  • ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৪৯% রেটিং পেয়েছেন৷

  • ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 41% অনুমোদন রেটিং সহ ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

  • আরও পড়ুন : সাধারণের মাথায় হাত ! এক লাফে বেড়ে গেল ডিমের দাম