নয়া দিল্লি: রোজগার মেলা প্রকল্পে ভিডিও কনফারেন্সের (Video Conference) মাধ্যমে সরকারি চাকরির (Govt Job) নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৭১ হাজার ৫৬ জন চাকরিপ্রার্থীকে বিলি করা হয় নিয়োগপত্র।
এর আগে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন যে ১০ লক্ষ দেশবাসীর নিয়োগের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। সেই মতো রোজগার মেলা শুরু করে দেশের যুবক- যুবতীদের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন। প্রথম রোজগার মেলায় দেশের ৭৫ হাজার যুবককে চাকরির অফার লেটার দিয়েছিলেন তিনি। ২০২৩-এর মধ্যে ১০ লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছিলেন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন, পাকিস্তানে ১৯ বছরের তরুণীকে বিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধর! 'প্রাতঃভ্রমণে এসে দেখা, সেখান থেকেই প্রেম'!
সোমবার এই কর্মসূচীর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা হয় যে চাকরিপ্রার্থীরা সারা দেশ থেকেই রয়েছেন। দেশের ৪৫টি বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। যদিও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিমাচল প্রদেশ এবং গুজরাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে না।
উত্তরপ্রদেশের লখনউ, প্রয়াগরাজ এবং গ্রেটার নয়ডায় এই মেলার আয়োজন করা হবে। একইসঙ্গে কলকাতা ও বাংলার শিলিগুড়িতেও আয়োজন করা হয়। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার ৪৫টি পয়েন্টে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসংস্থান মেলায় যুবকদের নিয়োগপত্র দেওয়ার জন্য মন্ত্রীদের একটি তালিকাও তৈরি করেছিল।