নয়া দিল্লি : চলতি সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। সূত্রের খবর, ৭ জুলাই মন্ত্রিসভা বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ থেকে ২২ জন মন্ত্রী মোদির মন্ত্রিসভার জন্য শপথ নিতে পারেন। আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব জায়গার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখে নিন কোন রাজ্য থেকে কতজন মন্ত্রী মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন।

উত্তরপ্রদেশ

  • উত্তরপ্রদেশে থেকে তিন থেকে চারজন মন্ত্রী হতে পারেন। 
  • আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল

বিহার 

  • দুই থেকে তিনজন মন্ত্রী হতে পারেন।
  • বিজেপি- সুশীল মোদি
  • জেডিইউ-আরসিপি সিং
  • এলজেপি-পশুপতি পরশ

 

মধ্যপ্রদেশ

  • মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন এক-দুই জন মন্ত্রী।
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
  • রাকেশ সিং।

মহারাষ্ট্র

  • এই রাজ্য থেকে এক থেকে দুই জনকে মন্ত্রী করা হতে পারে।
  • নারায়ণ রাণে
  • হিনা গাভিত
  • রণজিৎ নায়েক নিম্বলকর

রাজস্থান

  • মোদির মন্ত্রিসভায় আসতে পারেন একজন মন্ত্রী ।

জম্মু ও কাশ্মীর

  • একজন মন্ত্রী হতে পারেন।

লাদাখ

  • একজন মন্ত্রী হতে পারেন। 

অসম

  • উত্তর-পূর্বের এই রাজ্য থেকে এক বা দুই জন মন্ত্রী ঢুকতে পারেন মোদির মন্ত্রিসভায়।
  • সোনওয়াল

পশ্চিমবঙ্গ

  • শান্তনু ঠাকুর
  • নিশীথ প্রামাণিক

ওড়িশা

  • একজন মন্ত্রী হতে পারেন।

প্রসঙ্গত, এবার বিজেপির শরিক দলগুলিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে। জেডিইউ, এলজেপি এবং ওয়াইএসআর কংগ্রেসের একাধিক জনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে। 

মন্ত্রিসভার এমন নয় জন সদস্য যাঁরা তাঁদের অতিরিক্ত দায়িত্ব ছাড়তে পারেন

  • প্রকাশ জাভড়েকর
  • পীযূষ গয়াল
  • ধর্মেন্দ্র প্রধান
  • নীতিন গড়করি
  • হর্ষবর্ধন
  • নরেন্দ্র সিংহ তোমর
  • রবিশঙ্কর প্রসাদ
  • স্মৃতি ইরানি
  • হরদীপ সিং পুরী

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে ৮১ জন হতে পারে। এই মুহূর্তে ৫৩ জন সদস্য রয়েছেন। আরও ২৮ জনকে যুক্ত করা হতে পারে। 

কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সম্প্রসারণের জেরে সরকারি বিভিন্ন পরিষেবায় আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।