মস্কো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উদ্যোগের প্রশংসা রাশিয়ার প্রেসিডেন্টের (Russian President)। মোদির 'মেক ইন ইন্ডিয়া'-র স্পষ্ট প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। এমনই মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। RT সূত্রের খবর। মস্কোয় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, "রাশিয়ার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক বছর আগে তিনি 'মেক ইন ইন্ডিয়া' কনসেপ্ট চালু করেন। যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে স্পষ্ট।"


কিন্তু, হঠাৎ করে কেন মেক ইন ইন্ডিয়ার প্রশংসা পুতিনের গলায় ?


করাণ, এই ধাঁচেই তিনিও রাশিয়ায় অভ্যন্তরীণ উৎপাদন এবং ব্র্যান্ডগুলিকে উৎসাহ দিতে চেয়েছেন। সম্প্রতি নিউ দিল্লিতে রাশিয়ার দূত ডেনিস আলিপভ মন্তব্য করেছিলেন, "রাশিয়া-ভারতের কৌশলগত সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং আগের থেকেও দৃঢ় হচ্ছে। দৈনিক বিশ্বজুড়ে রাশিয়ার সম্বন্ধে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ভারত-রাশিয়া সম্পর্কে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে।" এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে পার্টনারশিপের প্রশংসা করে রাশিয়ার দূত দাবি করেন, আগের থেকেও ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হচ্ছে। 


এর আগে গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন বিদেশ নীতির (Foreign Policy) উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সেখানে মোদিকে দেশপ্রেমিক বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, "ওঁর (মোদির) নেতৃত্বে ভারতে অনেক কিছু হয়েছে।"


পুতিনের বক্তব্য ছিল, "মোদির 'মেক ইন ইন্ডিয়া' আইডিয়া অর্থনৈতিক এবং নীতিগতভাবে উল্লেখযোগ্য। পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র হওয়ার জন্য গর্ববোধ করা উচিত ভারতের।" ব্রিটিশ ঔপনিবেশিকতা (British Colony) থেকে বেরিয়ে ভারত যে উন্নতি করেছে, তারও ভূয়সী প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর সংযোজন, "দেড়শো কোটি মানুষের দেশে এই হারে উন্নয়ন সকলের সম্মান ও প্রশংসা জিতে নিয়েছে।"


এর পরেই তাঁর মুখে ভারত-রাশিয়ার সম্পর্কের কথা উঠে আসে। উভয় দেশের মধ্যে বিশেষ সম্পর্ক (Special Relationships) রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, "বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যে। আমাদের মধ্যে কখনোই কঠিন কোনও সমস্যা হয়নি। পরস্পরকে সমর্থন করে গেছি। এখনও তা-ই হচ্ছে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও তা-ই হবে।" 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial