নয়াদিল্লি : ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে উদযাপনের মেজাজ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে বারোবার। তাঁর সুদীর্ঘ বক্তব্য জুড়ে রইল বিকশিত ভারত গড়ে তোলার দিকনির্দেশ। মোদি তাঁর ভাষণে দেশের নাগরিকদের জন্য এ বছর দীপাবলিতে দ্বিগুণ উপহারের প্রতিশ্রুতি দিলেন। লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, খুব শিগগিরি হতে চলেছে next-generation GST reforms। অর্থাৎ জিএসটি সংস্কারের পরবর্তী ধাপ। আর তাতে এমন কিছু থাকছে , যা দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। জিএসটি পরিকাঠামোয় যে বদল আসতে পারে, সেই আভাস মিলেছিল গত জুলাইয়েই। স্বাধীনতা দিবসে এ বিষয়ে নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আশ্বাস,এবার দীপাবলি হবে ডাবল-দিওয়ালি ! বললেন, 'এই দীপাবলিতে দেশের মানুষ একটি বড় উপহার পাবেন। গত আট বছরে, আমরা জিএসটিতে ক্ষেত্রে বড় সংস্কার করেছি। আমরা সারা দেশে করের বোঝা কমিয়েছি এবং কর প্রক্রিয়া সহজ করেছি। আট বছর পর, পরিবর্তনগুলি পর্যালোচনা করার সময় এসেছে। আমরা পর্যালোচনা প্রক্রিয়ার জন্য একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছি এবং রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করেছি।" তিনি বললেন এরপর নেক্সট জেনারেশন রিফর্ম আসতে চলেছে। এর ফলে সারা দেশে করের বোঝা কমবে। দীপাবলির আগে এটি একটি বড় উপহার হবে। এর ফলে কর ব্যাপকভাবে হ্রাস পাবে এবং অতিরিক্ত সুবিধাও মিলবে। এর থেকে উপকৃত হবে এমএসএমই-ও'
২০১৭ সালে প্রথম জিএসটি চালু হয়। প্রথম বছরে নয় মাসে সরকারের মোট জিএসটি আদায় হয়েছিল ৭.৪০ লক্ষ কোটি টাকা। প্রতি বছরই জিএসটি আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ সালে, মোট জিএসটি আদায় বার্ষিক ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২২.০৮ লক্ষ কোটি টাকা, যা এখনও পর্যন্ত রেকর্ড ।