কলকাতা: দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারকে যে যে বিষয়ে সবচেয়ে বেশি ধাক্কা খেতে হয়েছিল, তার মধ্যে অন্যতম কৃষক আন্দোলন। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কার্যত নাজেহাল হতে হয়েছিল বিজেপিকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই প্রথম যে ফাইলে সই করলেন নরেন্দ্র মোদি- সেটাও কৃষক-সংক্রান্ত।


১০ জুন ভারত সরকার পিএম কিসান নিধি-র ১৭তম ইনস্টলমেন্ট ছাড়ল। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এই ১৭তম ইনস্টলমেন্টের জন্য ৯.৩ কোটি কৃষক সুবিধা পাবেন। ২০ হাজার কোটি টাকা বিলি করা হবে। 


এই ফাইলে সই করার পরে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) জানিয়েছেন, 'দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে সই করলাম সেটা কৃষক কল্যাণের জন্য। আমরা কৃষকদের জন্য আরও বেশি করে কাজ করতে চাই। কৃষকক্ষেত্রের জন্য কাজ করতে চাই।'  প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, আমাদের সরকার সারা দেশে আমাদের কৃষক ভাই-বোনদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি তার জন্য প্রথম কাজ করার সুযোগ পেয়েছি। এর অধীনে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৭তম কিস্তি সম্পর্কিত ফাইল স্বাক্ষরিত হয়েছে, যা দেশের 9 কোটিরও বেশি কৃষক উপকৃত হবে। আগামী দিনেও আমরা কৃষকদের কল্যাণে এবং কৃষি খাতের উন্নয়নে কাজ করে যাব। 



আরও পড়ুন: রানিগঞ্জ-কাণ্ডে বিহার যোগ! গ্রেফতার ১, উদ্ধার ছিনতাই হওয়া গাড়ি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।