নয়া দিল্লি: স্বাধীনতার (Independence Day) ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শতবর্ষের জন্য যেমন পাঁচ সঙ্কল্প পূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তেমনই এদিন লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন রাজনীতিকেও। তাঁর কথায়, দুর্নীতি ও পরিবারতন্ত্র বা স্বজনপোষণই এখন দেশের (India) সবথেকে বড় চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে।  প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের দেখতে হবে ঘৃণার দৃষ্টিতে। পরিবারতন্ত্রের বিরুদ্ধেও ঘৃণা তৈরি করতে হবে।  


এক নজরে মোদি-বার্তা



  • দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

  • একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে

  • দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে

  • আজ দেশবাসীর সঙ্গ চাই এই লড়াইয়ে জয়ের জন্য

  • লুঠের টাকা এবার ফেরত দিতে হবে

  • দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের ঘৃণার দৃষ্টিতে দেখতে হবে

  • দুর্ভাগ্যবশত রাজনৈতিক ক্ষেত্রে পরিবারতন্ত্র সংস্থাগুলিকে জড়িয়ে আছে

  • এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে

  • দেশের ক্ষমতাকে সঙ্কুচিত করেছে পরিবারতন্ত্রের রাজনীতি

  • পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করতে পারে, দেশের উন্নতি করতে পারে না

  • পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়েও দেশবাসীর সঙ্গ চাই


আরও পড়ুন, স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির, লালকেল্লা থেকে বিশেষ বার্তা


এদিকে, প্রধানমন্ত্রী বলেন, এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি। স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির জয়গানও গাইলেন মোদি।  লালকেল্লায় পতাকা উত্তোলনের (Flag Hoist) পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানালেন 'পঞ্চসংকল্প'র কথা। নরেন্দ্র মোদির কথায়, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা। পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা।" এদিন পঞ্চ সংকল্পের কথা ঘোষণা করেন মোদি। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন।