পটনাঃ ব্যালটমুখী বিহারে বাকযুদ্ধের উত্তাপ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা লালুপুত্র তেজস্বী যাদবকে ‘জঙ্গলরাজের যুবরাজ’ বলে আক্রমণ করলেন তিনি। পাশাপাশি মাস্ক পরে করোনা মোকাবিলার তুলনা টানলেন অসুস্থতা ঠেকাতে এনডিএ-র প্রার্থীদের ভোটে দেওয়ার সঙ্গে।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ক্ষমতাকালকে বিরোধীরা জঙ্গলরাজের তকমা দিয়ে থাকে। যে প্রসঙ্গ টেনে পটনার জনসভা থেকে তেজস্বীকে আক্রমণ করে মোদি বলেছেন, পটনার লোকজনের কাছে জানতে চাই, তাঁরা কি তাদের শহরকে জঙ্গলরাজের আইটি হাব হয়ে উঠতে দেখতে চান? জঙ্গলরাজের যুবরাজ কি বিহারকে আইটিতে, প্রগতিতে উন্নতির দিশা দেখাতে পারবে?
নীতীশ কুমারের জেডিইউয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটে লড়ছে বিজেপি। তাদের মূল লড়াই কংগ্রেস-আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের বিরুদ্ধে। যে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। কিন্তু তাঁর দলের আগের জমানার কথা মনে করিয়ে মোদি জুড়েছেন, বিহারের গরিব-মধ্যবিত্ত মানুষের স্বপ্ন-প্রত্যাশা কারা পূরণ করবে, যারা এতদিন বিহারকে লুট করেছে! প্রত্যেক মানুষের প্রতি অবিচার করেছে! তারা কি আদৌ এখানের দলিত-পিছিয়ে পড়া মানুষদের মনের কথা বুঝবে! সেই কাজটা একমাত্র করতে পারবে এনডিএ।
বিহারকে বিমার (অসুস্থ) হয়ে পড়া থেকে আটকাতে এনডিএ-কে ভোট দেওয়াটা জরুরি বলেই দাবি মোদির। পাশাপাশি বিহারে লন্ঠনের (আরজেডির প্রতীক) দিন শেষ বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার প্রথম দফার ভোট হয়েছে বিহারে। ৩ ও ৭ নভেম্বর পরের দুই দফা। ফল ঘোষণা ১০ নভেম্বর।