ওয়াশিংটন: উৎসবের মরশুমে বড় ঘোষণা করল জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম।
ফেসবুকের মালিকানাধীন এই সোশ্যাল সাইট মঙ্গলবার জানিয়েছে, এখন থেকে তাদের প্ল্যাটফর্মে টানা চার-ঘণ্টা ধরে লাইভ স্ট্রিম করা যাবে। এতদিন এই সময়সীমা ছিল ১ ঘণ্টা।
এই পরিবর্তন বিশ্বব্যাপী সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ক্ষেত্রে সমান প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কারণও ব্যাখ্যা করেছে ইনস্টাগ্রাম। সংস্থার তরফে বলা হয়েছে, যোগব্যায়াম প্রশিক্ষক থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, শিল্পী, রান্না শিল্পের সঙ্গে জড়িতরা যাতে ইনস্টাগ্রামে নিজেদের কর্মশালা ও শিল্প আরও বেশিক্ষণ ধরে মেলে ধরতে পারেন সকলের সামনে, তা সম্ভব করতেই এই সিদ্ধান্ত।
তবে, একটি ছোট্ট শর্ত রয়েছে। এই সুযোগ তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যাঁদের বিরুদ্ধে কোনও নীতি লঙ্ঘনের ইতিহাস নেই। পাশাপাশি, নিজ নিজ লাইভ ব্রডকাস্টগুলিকে ৩০ দিন পর্যন্ত আর্কাইভ করার সুযোগও দিচ্ছে ইনস্টাগ্রাম।
অর্থাৎ, লাইভ স্ট্রিমিং শেষ হলে, তা আর্কাইভে চলে যাবে। সেখানে তা ৩০ দিন পর্যন্ত থাকবে। তবে, একমাত্র অ্যাকাউন্টধারী ওই আর্কাইভের অ্যাকসেস পাবেন।