কলকাতা: বৃহস্পতিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই দুর্গাপুজোর আয়োজনে এবার সরাসরি যুক্ত হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল।
তবে কলকাতা হাইকোর্টের রায়ের পর সপ্তমী, অষ্টমী, নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়।
কলকাতা হাইকোর্টের রায়ের পর ইজেডসিসিতেও বাতিল হল পুজোর দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী থাকছে।
এই পুজো সফল করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে গোটা বিজেপি। পুজোর আয়োজন দেখভাল করতে ঘন ঘন আসছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র মতো হেভিওয়েট নেতারা। বুধবারও তার ব্যতিক্রম হয়নি।
তবে কলকাতা হাইকোর্টের রায়ের পর এই পুজোতেও বেশ কিছু রদবদল করা হয়েছে। ভিড় এড়াতে, পুজোমণ্ডপের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুজো উপলক্ষ্যে শুভেচ্ছা-বার্তাও দেবেন তিনি। উদ্বোধন উপলক্ষ্যে নৃত্য পরিবেশন করবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার নাচের দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি।
কাল ইজেডসিসি-তে রাজ্য বিজেপির মহিলা মোর্চার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মোদির, নৃত্যানুষ্ঠান ডোনা গঙ্গোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2020 09:14 PM (IST)
কলকাতা হাইকোর্টের রায়ের পর সপ্তমী, অষ্টমী, নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -