নয়াদিল্লি : আজ ৭৭ তম স্বাধীনতা দিবস (77th Independence Day)। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর ২১ বার তোপধ্বনি ও পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতা দিবসের ৭৬ বছর পূর্তিতে দেশবাসীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এবার টানা ১০ বার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। স্বাধীনতা দিবস উপলক্ষে X হ্য়ান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানান তিনি। লেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভচ্ছা। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ, তাঁদের ভাবনাচিন্তা পূরণে অঙ্গীকার পুনর্নিশ্চিত করুন। জয় হিন্দ !
আরও পড়ুন ; 'উন্নত ভারতের সংকল্পকে দৃঢ় করুন', ৭৭তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর