কাইরো : ইজিপ্টে দু'দিনের সফরে গিয়ে অল হাকিম মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মসজিদটি একাদশ শতকে তৈরি। যা পরে দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মেরামত করা হয়। বিজেপির অন্যতম তাৎপর্যপূর্ণ সমর্থক এই সম্প্রদায়।


গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই দাউদি বোহরা সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ মোদির। ২০১১ সালে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় প্রধান সইদনা বুরহানুদ্দিনের ১০০ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। ২০১৪ সালে প্রয়াত হন বুরহানুদ্দিন। সেই সময় প্রধানমন্ত্রী মুম্বইয়ে গিয়েছিলেন তাঁর পুত্র তথা উত্তরসূরি সইদনা মুফাদ্দল সইফুদ্দিনকে শান্তনা জানাতে। ২০১৫ সালে এই ইদনা মুফাদ্দল সইফুদ্দিন তথা দাউদি বোহরা সম্প্রদায়ের বর্তমান ধর্মগুরুর সঙ্গে দেখা করতে যান মোদি। উভয়ের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক রয়েছে। 


আমেরিকার পরে ইজিপ্ট। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে কার্যত উৎসবের ছবি। শনিবার সেখানে পৌঁছন মোদি। কায়রোতেই নেমেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ইজিপ্টে থাকা প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান মোদিকে। সেদিনই পরে কায়রোর রিৎজ কার্লটন হোটেলে প্রবাসীয় ভারতীয়দের সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।


মার্কিন কংগ্রেসের তাঁর বক্তব্যের ভূয়সী প্রশংসা শোনা যায় প্রবাসী ভারতীয়দের তরফে। ভারতে অর্থনৈতিক প্রগতি হচ্ছে এবং সেটা মোদির হাত ধরেই, এমনটাই দাবি করেন ওই সংগঠনের সদস্যরা। এক সদস্যকে বলতে শোনা যায়, 'আপনি ভারতের নায়ক।' পাল্টা মোদি বলেন, 'গোটা হিন্দুস্তান সবার নায়ক। দেশের লোকজন পরিশ্রম করেন সেই কারণেই দেশের উন্নতি হচ্ছে।'


ইজিপ্টে বসবাসকারী বোহরা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ঘরের রাজ্য গুজরাতের সঙ্গে যোগ রয়েছে এই সম্প্রদায়ভুক্তদের।


ভারত ও ইজিপ্টের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে সেখানে সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। গত ২৬ বছরে ইজিপ্টে এটাই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রীর সফর। ইজিপ্টের প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেন নরেন্দ্র মোদি। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট। তারপরেই তিনি মোদিকে ইজিপ্ট সফরের জন্য আমন্ত্রণ জানান। 


আরও পড়ুন ; ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial