নয়া দিল্লি : টোকিও অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ জুলাই বিকাল ৫টা নাগাদ তাঁদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। বিশ্বের অন্যতম বড় এই ইভেন্টে যোগ দেওয়ার আগে অ্যাথলিটদের উৎসাহিত করবেন প্রধানমন্ত্রী।


সরকারি বিবৃতি অনুয়ায়ী, অলিম্পিক্সের জন্য ১১৫ জনের বেশি ভারতীয় অ্যাথলিট কোয়ালিফাই করেছেন। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। গত বছর এই ইভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির কারণে তা স্থগিত হয়ে যায়।   


এদিকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, আসন্ন টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে দর্শক ছাডা়ই। কারণ, ওই এলাকায় করোনা সংক্রমণ সম্প্রতি বেড়েছে। আন্তজার্তিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ এবং আরও চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে দর্শকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 


প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিক্সের জন্য ১১৭ জন অ্যাথলিট কোয়ালিফাই করেছিলেন। কিন্তু, ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসের তুলনায় পদক তালিকা ভাল করতে পারেনি ভারত। উল্লেখ্য, ওটাই এখনও পর্যন্ত ভারতের অলিম্পিক গেমসে সবথেকে ভাল পারফরম্যান্স(৬টি পদক)। সেই গণ্ডি ভারতীয় অ্য়াথলিটরা টোকিওয় ভেঙে ফেলবেন বলে আশাপ্রকাশ করা হচ্ছে।  


জাপানে সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। করোনা সংক্রমণ রুখতে এখনও জারি রয়েছে জরুরি অবস্থা, যার মেয়াদ শেষ হচ্ছে রবিবার। পরের দিন থেকেই নতুন করে জারি হচ্ছে জরুরি অবস্থা। অলিম্পিক্সের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করতে চলেছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন তা জারি থাকবে। টোকিও অলিম্পিক্স চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। করোনা আবহে শুধু স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়াই নয়, টোকিওয় মশাল দৌড়ও হচ্ছে না। টোকিও উপকূলে প্রত্যন্ত অঞ্চলে হবে মশাল দৌড়।