কলকাতা: ফের দলবদলের বাজারে বড়সড় চমক দিল এটিকে মোহনবাগান। গত সপ্তাহে আশুতোষ মেহতাকে সই করিয়েছিল সবুজ-মেরুন শিবির। আর এবার তারা দলে নিল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির তারকা ফুটবলারকে। এটিকে মোহনবাগানে সই করলেন মুম্বইয়ের অন্যতম সেরা খেলোয়াড় হুগো বুমোস। আগামী পাঁচ বছরের জন্য তিনি সবুজ-মেরুন শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।


এক মরসুম আগে, ২০১৯-২০ সালে আইএসএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন হুগো। গত আইএসএলেও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। লোবেরার দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি। এবার তাঁকে সই করাতে তাই প্রথম থেকেই ঝাঁপিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। শেষ পর্যন্ত সেই কাজে সফল হলেন তাঁরা।


আগামী পাঁচ বছরের জন্য এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে ২৬ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার হুগোকে। ইতিমধ্যে দুই ক্লাবের তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় হুগোর ট্রান্সফারের কথা জানিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে।


এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তির পর হুগো বলেছেন, “ভারতীয় ফুটবলের মক্কা বলতে কলকাতাকেই বুঝি। সেই শহরের ঐতিহ্যশালী ও সফল ক্লাব এটিকে মোহনবাগানে সই করতে পেরে দারুণ লাগছে। শুনেছি যুবভারতীর মাঠে সবুজ-মেরুন শিবিরের লক্ষ লক্ষ সমর্থকের সামনে খেলার আনন্দই আলাদা। তাঁদের জেতাতে এবার মাঠে নামব, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি।"



হুগো আরও বলেছেন, "কলকাতায় টিমের ম্যাচ জেতার পর সবুজ-মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমার লক্ষ্য এএফসি কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ জেতা। গোল করা এবং গোল করতে সাহায্য করা দুটোই সমান কৃতিত্বের। দুটো করেই আমি আনন্দ পাই। আর আমার প্রকৃত লক্ষ্য় হল দলকে জেতানো। গোল না হলে সেটা সম্ভব নয়।”


হুগো সবুজ-মেরুন জার্সিতে সই করায় খুশি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসও। তিনি বলেছেন, “হুগো খুব ক্ষিপ্র গতির এবং টেকনিক্যালি সফল ফুটবলার। ওর ব্যক্তিগত স্কিলও খুব ভাল। হুগো আক্রমণ তৈরি যেমন করতে পারে, পালটা আক্রমণ তৈরি করাতেও সমান দক্ষ। সেজন্যই সে এত সফল। হুগো আসায় দলের শক্তি অনেকটাই বেড়ে গেল।”