নিউ দিল্লি : করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই G-7 সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে আগামী জুন মাসে ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, তিনি যাবেন না বলে আজ এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে।


আগামী ১১-১৩ জুন ইংল্যান্ডের কর্নওয়ালে G-7 সম্মেলনের আসর বসছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন জনসন। এর পাশাপাশি ডাকা হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াকেও।


কিন্তু আজ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, G-7 সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণের প্রশংসা করে ভারত। কিন্তু, বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী ওই সম্মেলনে যোগ দেবেন না।


জুনে G-7 সম্মেলনে এক জায়গায় আসছে বিশ্বে অর্থনৈতিক দিকে থেকে উন্নত সাতটি দেশ-আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও জাপান। যোগ দেবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ভাইরাস মহামারী এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করতে পারে এই সাতটি দেশ। 


এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে ফ্রান্সে G-7 সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমেরিকায় ২০২০ সালের সম্মেলনেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, করোনার কারণে তা বাতিল হয়ে যায়। 


জানুয়ারিতে এক বিবৃতিতে ইংল্যান্ড বলেছিল, বিশ্বে ভ্যাকসিনের ৫০ শতাংশ সরবরাহ করে ভারত। মহামারী পরিস্থিতিতে ভারত এবং ইংল্যান্ড একযোগে কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রীরা নিয়মিত কথা বলেন। এবং প্রধানমন্ত্রী জনসন বলেছেন, G-7 এর আগে তিনি ভারত সফরে যাবেন। 


কিন্তু, এপ্রিলে সেই সফল বাতিল করেন জনসন। তার আগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে তাও মুলতুবি রাখা হয়। 


প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। গত তিন সপ্তাহ ধরে এখানে ৩ লক্ষর বেশি মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছেন।