নয়াদিল্লি: রাত পোহালেই অযোধ্যার রামমন্দিরে (Ayodhya Ram Mandir Inauguration) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানে যাওয়ার আগে তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi At Dhanushkodi)। হিন্দুদের বিশ্বাস, এখান থেকে রামসেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখানেই লঙ্কেশ্বর রাবণকে হারানোর পণ করেন রামচন্দ্র, এমনও বিশ্বাস বহু মানুষের। সেই 'আরিচল মুনাই'-র সৈকতে দাঁড়িয়ে ফুল দিয়ে অর্চনা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রাণায়ামও (PM Does Pranayama At Dhanushkodi) করলেন তিনি। পরে রবিবারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'X'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী।
যা হল...
শনিবার, তিরুচিরাপল্লিতে শ্রী রঙ্গনাথাস্বামী মন্দিরে পুজো দিয়েছিলেন। রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরেও পুজো দেন মোদি। সোমবারের অনুষ্ঠানে হাজিরার আগে, প্রধানমন্ত্রীর এই সফরগুলি অত্যন্ত গুরুিত্বপূর্ণ। রবিবার 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দিরেও অর্চনা করেন তিনি। ধনুষ্কোডির এই মন্দিরের সঙ্গে বহু হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাস জড়িয়ে রয়েছে। তাঁদের ধারণা, এখানে রাবণের ভাই বিভীষণের সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামচন্দ্রের। এখানেই রামের কাছে আশ্রয় চেয়েছিলেন বিভীষণ। কারও কারও আবার বিশ্বাস, আজ যেখানে 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দির, সেখানেই বিভীষণের রাজ্যাভিষেক করেন রাম। সবটা মিলিয়ে এই জায়গাটির সঙ্গে রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত। আগামীকাল, অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে রামায়ণের সঙ্গে সম্পর্কিত এই জায়গাগুলিতে প্রধানমন্ত্রীর পরিদর্শন স্বাভাবিক ভাবেই অন্য তাৎপর্য তৈরি করেছে।
অযোধ্যার ছবি...
মন্দিরের মূল তোরণ জুড়ে এখন আলোর রোশনাই। শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে। ব্যস্ততায় শ্বাস ফেলার সময় নেই নির্মাণ-শ্রমিকদের। শ্রী রামজন্মভূতি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সাধারণ সম্পাদক, চম্পত রাই জানান, আগামী ২৩ জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য রামমন্দিরের দরজা খুলে যাবে। গত ১৬ জানুয়ারি থেকে টানা, নানা রীতিনীতি চলে আসছে। এর মধ্য়েই কাতারে কাতারে রামভক্ত এসে জড়ো হয়েছেন অযোধ্যায়। সকলের মুখেই রামের নাম, ভজন। সোমবার সন্ধ্যায় প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে ১০ লক্ষ মাটির প্রদীপ জ্বলবে অযোধ্যায়। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে জাঁকজমকপূর্ণ সঙ্গীত পরিবেশন করা হবে। তার নাম দেওয়া হয়েছে 'মঙ্গল ধ্বনি।' সোমবার সকাল ১০টা নাগাদ এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা। আসল পর্ব শুরু হবে বেলা ১২টা ২০ মিনিটে। শেষ হবে বেলা ১টা নাগাদ।
আরও পড়ুন:অযোধ্যা রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি