নয়া দিল্লি: সংসদের নিরাপত্তা লঙ্ঘনের (Parliament Security Breach) ঘটনার পর এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) অত্যন্ত গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।                                                                


সংসদে স্মোক বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায়,  'সংসদে যা ঘটেছে তা উদ্বেগের। বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন'। একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। 


মোদি এও বলেন, 'এই ঘটনার নেপথ্যে কী পরিকল্পনা ছিল তা জানাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এর সমাধানও খুঁজে বের করা উচিত। খোলা মন নিয়েই সমাধানের সন্ধান করা উচিত। প্রত্যেকেরই এই ধরনের বিষয়ে বিতর্ক বা প্রতিরোধ থেকে বিরত থাকা উচিত।' 


প্রসঙ্গ সংসদ


১৩ তারিখ নতুন সংসদে নজিরবিহীন ঘটনা ঘটে। লোকসভা চলাকালীন ঢুকে আচমকাই হানা দুই যুবকের। সভার মাঝেই ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দিতে শুরু করেন ২ যুবক। বুধবার দুপুর ১টা বেজে ১ মিনিট হঠাৎ পিছনের গ্যালারির দর্শকাসন থেকে ঝাঁপ দেন ২ যুবক। উঠে দাঁড়িয়ে পড়লেন আশপাশের সব সাংসদরা।                                                      


আরও পড়ুন, আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ


অন্যদিকে, মহীশূরের বিজেপি সাংসদের সই করা ভিজিটর্স পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন ওই দুই যুবক। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল প্রশ্ন তুলছে, এটা জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার মতো গুরুতর ঘটনা। কেন তাহলে বিজেপি সাংসদকে গ্রেফতার করা হবে না? জাতীয় কংগ্রেস আবার এই সাংসদের সঙ্গে নরেন্দ্র মোদির ছবি পোস্ট করে বহিষ্কারের দাবি তুলেছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে