নয়াদিল্লি : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই', ঘটনার তীব্র নিন্দা করে পোস্ট করলেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে এ বছর। সেই উপলক্ষ্যে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আচকমাই গুলি চালায় এক দুষ্কৃতী। এর জেরে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন আমেরিকায় সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাঁকে গাড়িতে তোলা হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাম্পরকে সুরক্ষিত করা গিয়েছে বলে জানান আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলেলমি। ঘটনার তদন্ত চলছে। 


এনিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, 'প্রাক্তন প্রেসিডেন্ট ও আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি ভীষণ চিন্তিত। এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। মৃতের পরিবার, যাঁরা আহত হয়েছেন এবং আমেরিকাবাসীর জন্য প্রার্থনা করি।' 


 






ঘটনার এবার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনা শুনেছি। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি যে, উনি নিরাপদে এবং ভাল আছেন। ওঁর, ওঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করি। সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছি। ওঁকে নিরাপদে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।