হারারে: প্রথম ম্যাচের ঘোর এখনও যেন কাটেনি। ১১৫ রান তাড়া করতে নেমে যেভাবে জ়িম্বাবোয়ের (IND vs ZIM) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল ভারত, তাতে গোটা বিশ্ব চমকে উঠেছিল। বিশেষ করে টি-২০ বিশ্বকাপ জেতার এক সপ্তাহের মধ্যে ওই পরাজয় হজম করতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাও এমন একটা দলের কাছে হারতে হয়েছিল যারা টি-২০ বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতাই অর্জন করতে পারেনি।


সেই হারের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে পড়েছিল ভারত। সেই হার যে কতটা কুড়ে কুড়ে খেয়েছে, চতুর্থ টি-২০ ম্যাচে জ়িম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলার পর অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) কথাতেই তার স্পষ্ট ইঙ্গিত।


শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে শুভমন বলেছেন, 'রান তাড়া করা নিয়ে আমরা আলোচনা করছিলাম কারণ, প্রথম ম্যাচে আমরা সেটাই পারিনি। তাই ম্য়াচ জিতে ভাল লাগছে। তবে কাজ এখনও শেষ হয়নি। আমাদের এখনও একটা ম্যাচ খেলতে হবে। আমাদের দলটা দুরন্ত।'


 






সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। এমনিতেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে সম্পূর্ণ নতুন অবয়বের ভারতীয় দল খেলছে। যে দলে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের থেকে রয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার। চলতি সিরিজে একাধিক ভারতীয় ক্রিকেটারের আন্তর্জাতিক টি-২০ তে অভিষেক হল। শনিবারই যেমন ভারতের জার্সিতে অভিষেক ঘটালেন তুষার দেশপাণ্ডে। যে মিডিয়াম পেসার আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসের জার্সিতে নজর কেড়ে নিয়েছিলেন।


রবিবার নিয়মরক্ষার পঞ্চম ম্যাচে কি প্রথম একাদশে ফের পরীক্ষা নিরীক্ষা? বদল হবে একাদশে? আগে থেকে তা নিয়ে কিছু ভাঙতে চাননি শুভমন। বলেছেন, 'আমার এখনও এ নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়নি। যদি কোনও পরিবর্তন হয়, তাহলে টসের সময়ই সেটা জানাতে পারব।' 


আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।