নয়াদিল্লি: দেশের মাটি পেরিয়ে বিদেশেও নরেন্দ্র মোদির (Narendra Modi) 'মন কি বাত'। লন্ডনেও সম্প্রচারিত হল নরেন্দ্র মোদির রেডিও ভাষণ। এতদিন ২২টি ভারতীয় ভাষায় সম্প্রচার হত মন কি বাত। এদিন সেঞ্চুরি-পর্বে তা শুনলেন বিশ্বের কয়েক কোটি মানুষ। 


লন্ডনে ভারতীয় হাই কমিশনে সকালে নরেন্দ্র মোদির 'মন কি বাত' (Man ki Baat) সম্প্রচার করা হয়েছে। নিউইয়র্কে ইউনাইটেড নেশনসের মুখ্য কার্যালয়েও মোদির মন কি বাত অনুষ্ঠান শোনানো হয়েছে।


১০০ তম মন কি বাত নিয়ে প্রথম থেকেই প্রচার চালিয়েছে বিজেপি। দেশের নানা জায়গায় এদিনের অনুষ্ঠান শোনানোর জন্য পদক্ষেপ নিয়েছে বিজেপি। মন কি বাত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। শনিবারই তিনি ANI-কে বলেন, মন কি বাত অত্যন্ত উল্লেখযোগ্য অনুষ্ঠান। আমি মনে করি ইতিহাসে এটাই প্রথম যে কোনও সরকারের শীর্ষে বসে থাকা একজন তাঁর দেশবাসীর উদ্দেশ্যে মাসের পর মাস বক্তব্য রেখেছেন। এবার ১০০তম এপিসোড হতে চলেছে।'


শনিবারই লন্ডনে ভারতীয় দূতাবাসে কর্মরতদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। মন কি বাত-এর ১০০তম অনুষ্ঠান প্রচারের জন্য পদক্ষেপ শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে লাইভ স্ট্রিম দেখানো হয়েছে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও। 



প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত। গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়। অন্যদিকে, দেশজুড়ে মন কি বাতের শততম এপিসোড শোনার ব্যবস্থা করেছে বিজেপি। এই নিয়ে ঢালাও প্রচার চালিয়েছে পদ্ম শিবির। দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মন কি বাত শোনানোর ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্ব। বাংলাতেও বিজেপির উদ্যোগে মোদির শততম মন কি বাত অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়েছে।


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?