উল্লেখ্য, গত ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ভূমি পুজোর পর শুভ মুহূর্তে শিলা রেখেছিলে তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ৫ শতাব্দীর পর সংকল্প পূর্ণ হল। প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর সমাধান করেছেন।
প্রধানমন্ত্রী অযোধ্যায় তাঁর ভাষণে বলেছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমন্ত্রণ পাওয়াটা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেছেন, আমার এখানে আসা স্বাভাবিক ছিল, আজ ইতিহাস রচনা হচ্ছে। বছরের পর রামলাল তাঁবুতে ছিলেন। কিন্তু এখন দারুণ একটা মন্দির নির্মাণ হবে।