আমদাবাদ: অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বছর জুন মাসেই ৯৯ বছর পূর্ণ করেন হীরাবেন। একদিন আগেই গাড়ি দুর্ঘটনায় পড়েন মোদির ভাই প্রহ্লাদ মোদি। দুর্ঘটনার কবলে পড় আহত হন তিনি। তার পরই হীরাবেনের অসুস্থতার খবর সামনে এল (PM Modi Mother Health Update)।
এ বছর জুন মাসেই ৯৯ বছর পূর্ণ করেন হীরাবেন
আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন হীরাবেন। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি তিনি। হাসপাতালের তরফে এ দিন বিবৃতি প্রকাশ করে হীরাবেনের স্বাস্থ্য কেমন, তা জানানো হয়। তাতে বলা হয়, 'এই মুহূর্তে হীরাবেন মোদির শারীরিক অবস্থা স্থিতিশীল'। তবে হীরাবেনের ঠিক কী হয়েছে, তা খোলসা করা হয়নি ওই বিবৃতিতে।
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, গুজরাতের বিজেপি বিধায়ক দর্শনাবেন বাঘেলা, কৌশিক জৈন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Mysuru Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, সপরিবারে দুর্ঘটনার কবলে মোদির ভাই
মায়ের সঙ্গে নিবিড় টানের কথা বার বার উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে। গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারে গিয়ে সম্প্রতি মায়ের সঙ্গে দেখাও করে আসেন তিনি। সেই সময় যে ছবি সামনে এসেছিল, তাতে দেখা যায়, মায়ের সঙ্গে বসে চা পান করছেন মোদি।
এর আগে, জুন মাসে মায়ের জন্মদিবনের অনুষ্ঠানেও যোগ দেন মোদি। শতবর্ষে পা রাখা মাকে শুভেচ্ছা জানান। হীরাবেনকে নিয়ে 'মা' শীর্ষক একটি ব্লগও লেখেন মোদি।
একদিন আগেই গাড়ি দুর্ঘটনায় পড়েন মোদির ভাই প্রহ্লাদ মোদি
এ দিকে, মঙ্গলবারই সপরিবারে দুর্ঘটনার কবলে পড়েন মোদির ভাই প্রহ্লাদ। মহীশূরে মার্সিডিজ বেঞ্চ এসইউভি গাড়িতে চেপে বান্দিপুর যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। তাতে প্রহ্লাদ-সহ পরিবারের বেশ কয়েক জনও আহত হন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর ভাই মেহুল, পুত্রবধূ এবং নাতি মিনাথ।