কলকাতা: অগ্নিপথ (Agnipath)-বিক্ষোভের জেরে দেশ (India)-জুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ (Protest)। জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন (Train)। জাতীয় সড়কেও অবরোধ চলছে। সেই অগ্নিপথ আন্দোলনের আবহে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বেশ কিছুটা ক্ষোভের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। দিল্লিতে সুড়ঙ্গপথে উদ্বোধনে গিয়ে অগ্নিপথ নিয়ে মন্তব্য করেন তিনি।
এদিন কী বলেন মোদি?
- ‘রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়’
- ‘দেশের অগ্রগতিতে অনেক সমস্যা তৈরি হয়’
- ‘১০০ টাকা দিলে খবর হয়, কিন্তু ২০০ টাকা সঞ্চয়ের কথা বললে সমালোচনা হয়’
এদিকে, এই অগ্নিপথ নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। আন্দোলনের নেপথ্যে রয়েছে ভারত বিরোধী শক্তি, বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির।
কী বলছেন বিরোধীরা?
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল গাঁধী ট্যুইটারে লিখেছেন, বারবার চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী যুব সমাজকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করছেন। ৮ বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল মোদি সরকার। কিন্তু, যুব সমাজ পেয়েছে শুধুমাত্র পকোড়া ভাজার জ্ঞান। দেশের এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী সম্পূর্ণ দায়ী।
আরও পড়ুন, চার দিনের বিক্ষোভে বিহারেই ৭০০ কোটির ক্ষয়ক্ষতি রেলের, গ্রেফতার ৭১৮
এদিকে, এই ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "দেশের প্রতিরক্ষা নিয়ে খেলা করা হচ্ছে। জওয়ানদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যুব সমাজকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। প্রতিরক্ষায় ঠিকা প্রকল্প চালু করে বেসরকারিকরণ করার চেষ্টা।"