নয়া দিল্লি: ৪ রাজ্যের মধ্যে ৩ রাজ্যের নির্বাচনী ফলাফলে ফের মোদি (Modi)-ম্যাজিক। রাজনৈতিক মহলের মত, এই তিন রাজ্যের ভোটে কোথাও বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রাখেনি। ভোট হয়েছে শুধু নরেন্দ্র মোদির (Narendra Modi) নামে। বিজেপির (BJP) ভরসা ছিল সেই নরেন্দ্র মোদির (Narendra Modi) নামই। আর সেই মোদি-নামের ঝড়েই কংগ্রেস কার্যত উড়ে গেল। আর এরপর এদিন সংসদ ভবনে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদের জন্য বার্তা দিলেন মোদি।
কী কী বললেন মোদি?
ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার বার্তা দেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আগে দেশের কথা ভেবে সব কাজ করা উচিত। সেখানে শাসক-বিরোধী থাকা উচিত নয়। তিনি বলেন, 'উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না। এত ভাল জনাদেশের পর আমরা নতুন সংসদ ভবনে আজ মিলিত হচ্ছি। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে। বিরোধীদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। দেশের ভিত্তি আরও মজবুত করার মঞ্চ হল সংসদ। প্রত্যেক সাংসদের কাছে আবেদন, আলোচনায় অংশগ্রহণ করুন, পরামর্শ দিন। এই অধিবেশনকে পরাজয়ের রাগ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন না। দেশের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ করুন, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না।'
তিনি এও বলেন, 'গণতন্ত্রের জন্য বিরোধীদের ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের অভ্যেস বদলান, হার থেকে হতাশা হতেই পারে। পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন।'
আরও পড়ুন, ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগেই ঘায়েল ভূপেশ বাঘেল? কংগ্রেসের এই ধাক্কা কেন বাংলার জন্য তাৎপর্যপূর্ণ?
রবিবার ৩ রাজ্যে ভোটে জেতার পর বিজেপির হেডকোয়ার্টারে যান মোদি। সেখান থেকে মোদি বলেছিলেন, "যখনই বিকাশ হয়, কংগ্রেস আর তাঁর সঙ্গীরা বিরোধিতা করে। যখন আমরা বন্দে ভারত লঞ্চ করি তখন কংগ্রেস আর তাঁর সঙ্গীরা ঠাট্টা করে। যখন আয়ুষ্মান ভারত লঞ্চ করতে যাই তখনও এটা নিয়ে শুরু করে। যখন গরীবদের জন্য ঘর বানাতে যাই তখন কংগ্রেস আর তার সঙ্গীরা বাধা দেয়। গরীবের কাছে যখন নল দিয়ে জল পৌঁছতে যাই তখন কংগ্রেস আর তার সঙ্গীরা এর মধ্যে দুর্নীতি করার রাস্তা তৈরি করতে থাকে। গ্রামীণ বিকাশের ফান্ড পাঠালে গরীবের কাছে পৌঁছতে বাধা দেয়। এইসব পার্টিকে আজ গরীবরা হুঁশিয়ারি দিয়েছে শুধরে যান। না হলে জনতা আপনাদের খুঁজে খুঁজে সাফ করে দেবে। আজ এইসব পার্টির জন্য শিক্ষা, কেন্দ্র সরকারের গরীব কল্যাণ যোজনা আর তার জন্য পাঠানো ফান্ডের মাঝে আসার চেষ্টা কোরো না। এটা জনতার আদেশ। নয়তো যে মাঝে আসবে তাদের জনতা হঠিয়ে দেবে। "
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে