নয়াদিল্লি: ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে 'দেবভূমি' (PM Narendra Modi At Uttarakhand) উত্তরাখণ্ডে এসেছিলেন তিনি। নির্ঘণ্ট মোতাবেক সেই কাজ তো হলই। কিন্তু তার আগে পিথোরাগড়ের 'পার্বতী কুণ্ড'-এর (PM At Parvati Kund) দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপাচার মেনে পুজোও সারলেন। শুধু তাই নয়। বরফাবৃত পর্বতের কোলে বসে কিছুক্ষণ 'মেডিটেশন'-ও করতে দেখা গেল তাঁকে। আরাধনার সেই মুহূর্তগুলি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি।
কী হল?
বৃহস্পতিবার একদিনের সফরে উত্তরাখণ্ড গিয়েছেন তিনি। আদি কৈলাস শিখরের দর্শন দিয়ে সফর শুরু করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এখানে দেবাদিদেব মহাদেবের বাস। জায়গাটি তাই অন্যতম পবিত্রস্থান। এর পরই পিথোরাগড়ের -এ 'পার্বতী কুণ্ড'-এর দর্শনে আসেন প্রধানমন্ত্রী। পুজো করতে দেখা যায় তাঁকে। স্থানীয়দের বিশ্বাস, কুমায়ুন হিমালয়ের কোলে ওই এলাকাতেই মহাদেব-পত্নী পার্বতী স্নান করেছিলেন। দেবী পার্বতীকে নিয়ে প্রচলিত সেই পৌরাণিক কাহিনিকে শ্রদ্ধা জানিয়েই সেখানকার ওই 'কুণ্ড'বা দীঘির নাম হয়েছে পার্বতী কুণ্ড। আরাধনার সময় এদিন সেখানকার আদিবাসীদের ঐতিহ্য অনুযায়ী, সাবেকি সাদা পোশাক পরেন মোদি। হর-পার্বতীর মন্দিরে তাঁকে আরতি করতে দেখা যায়। শাঁখে ফুঁ-ও দিয়েছেন তিনি। এর পরই বরফে ঢাকা পর্বতের মাঝে বসে বেশ কিছুক্ষণ 'মেডিটেশন' -ও করেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আর যা..
স্থানীয় পুরোহিত বীরেন্দ্র কুটিয়াল এবং গোপাল সিংহ প্রধানমন্ত্রীর অর্চনার সময়টা তাঁর সঙ্গে ছিলেন। পুজো শেষ হতেই গুঞ্জি গ্রামে পৌঁছে যান প্রধানমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে সঙ্গে নিয়ে সেখানে একটি প্রদর্শনী ঘুরে দেখেন। স্থানীয়রা তাঁর জন্য জাঁকজমকপূর্ণ অভিনন্দনের ব্যবস্থা করেছিলেন। এর পরে যোগেশ্বর ধামে পুজো করেন তিনি। মন্দির পরিক্রমাও সারেন। বৃহস্পতিবার এখানেও কিছুক্ষণ মেডিটেশন করেছেন মোদি। এই সফরের আগেই নিজের X হ্যান্ডেলে মোদি লেখেছিলেন, 'দেবভূমি উত্তরাখণ্ডের প্রত্যেক বাসিন্দা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।'উন্নয়নের সেই ধারায় গতি আনতেই তিনি যে বৃহস্পতিবার পিথোরাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, সে কথাও ওই পোস্টে জানান প্রধানমন্ত্রী। তার আগে পার্বতী কুণ্ডে তাঁর আরাধনা ও আদি কৈলাস শিখরে মেডিটেশনের ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি এস এস ওয়াল্ডিয়া স্পোর্টস স্টেডিয়ামে একটি জনসমাবেশেও যোগ দেন তিনি।
আরও পড়ুন:লিস্টিংয়েই দুরন্ত লাভ, প্লাজা ওয়্যারসের শেয়ার বাড়ল ৫৬ শতাংশ