কলকাতা: সলমন খান (Salman Khan) আর অরিজিৎ সিংহর (Arijit Singh) মাঝে তৈরি হচ্ছে নতুন সমীকরণ? পুরোনো ঝগড়া ভুলে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা? সলমনের গানে কন্ঠ দেবেন অরিজিৎ? এই খবরেই এখন বলিউড তোলপাড়।
রেগে গেলে সলমন খান রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন।বলিউডের বহু তারকার সঙ্গে অতীতে সলমন খানের সংঘাতের নজির রয়েছে। কখনও প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন সলমন খান। বিবেক ওবেরয়ের সঙ্গে সলমনের ঝামেলার খবর নিয়েও একসময় প্রচুর চর্চা হয়েছে।
অরিজিৎ সিংয়ের সঙ্গেও সলমনের সম্পর্ক শীতল হয়েছিলএকটি সিনে-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। বাদানুবাদের জেরে অরিজিতকে দিয়ে আর কোনও ছবিতে গান গাওয়াবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রকাশ্যে সলমন কখনও এই কথা স্বীকার না করলেও তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই জানা গিয়েছিল।
অরিজিতের সঙ্গে সলমন খানের ঝামেলার পর 'বজরঙ্গী ভাইজান','কিক'-এর মত ছবি থেকে অরিজিত অরিজিৎ সিংহ গান বাদ দেওয়া হয়েছিল। অরিজিতের পরিবর্তে অন্য গায়ককে দিয়ে গাওয়ানো হয়েছিল ছবিগুলিতে।
২০১৬-য় অরিজিত সলমন খান অনুষ্কা শর্মা অভিনীত সুলতান-এর 'জগ ঘুমেয়া' গানটি প্রথমে গাওয়ানো হয়েছিল অরিজিত সিংকে দিয়ে। তবে বলিউড সূত্রে খবর, গানটির রেকর্ডিং হয়ে যাওয়ার পরেও ছবি থেকে অরিজিতের কন্ঠ বাদ যায় সলমনের নির্দেশে। অরিজিতের গাওয়া গানটি বাদ দিয়ে সেই গানই রাহাত ফতে আলি খানকে দিয়ে গাওয়ানো হয়।
আরও পড়ুন...
সিনেমা ছাড়াও রয়েছে একাধিক আয়ের উৎস! কত টাকার সম্পত্তির মালিক দীপিকা পাড়ুকোণ?
এরপর অরিজিত সিং নিজের বয়ানে প্রকাশ্যে সলমন খানের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি নিজের বিবৃতিতে
বলেছিলেন, অনুষ্ঠান মঞ্চে কখনই সলমন খানকে অপমান করতে চাননি তিনি। অরিজিত সিংয়ের এই বয়ান প্রকাশ্যে আসার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ৯ বছর ধরে সলমন-অরিজিতের মাঝে বরফ গলেনি।
সম্পর্কের এই তিক্ততার অতীত এখন হয়তো ভুলতে চাইছেন দুই তারকাই। কিছুদিন আগেই সলমন খানের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে অরিজিত সিংকে। ব্যস, সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় শোরগোল।
বলিউড সূত্রে খবর, সলমন খানের জন্য ফের গান গাইতে চলেছেন অরিজিত। সলমন ক্যাটরিনার জুটিতে দীপাবলিতে মুক্তি পাবে টাইগার থ্রি। আর এই ছবিতেই অরিজিতের একটি গান থাকছে বলে খবর সূত্রের।
এরই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে বলিউডের অন্দরমহলে। সলমন খানের সঙ্গে কারও সম্পর্ক খারাপ হলে, চট করে সেই সম্পর্ক ঠিক হয় না। সলমনের চোখে কেউ খারাপ প্রতিপন্ন হলে, সলমন কখনও তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন না। বলিউডে সলমন সম্পর্কে এমনই ধারণা প্রচলিত রয়েছে। সেক্ষেত্রে অরিজিত আর সলমনের মাঝের বরফ গলানোর দায়িত্বটাকে নিলেন? কার কথায় আবার অরিজিতকে দিয়ে গান
গাওয়াতে রাজি হলেন সলমন? সূত্রের খবর, তাঁদের মাঝের দূরত্ব ঘোচানোর কাজটি করেছেন স্বয়ং শাহরুখ খান। শাহরুখের কথাতেই নাকি পুরোনো বৈরিতা ভুলে অরিজিতকে কাছে টেনে নিয়েছেন সলমন।
শাহরুখ আর সলমন অভিন্ন হৃদয় বন্ধু। এদিকে শাহরুখের লিপে জনপ্রিয় বহু গান উপহার দিয়েছেন অরিজিত সিং। বন্ধুর জন্যও অরিজিতের কন্ঠে এমনই হিট গান প্রত্যাশা করেন শাহরুখ খান। তাই তো সলমনকে তিনি রাজি করিয়েছেন টাইগার থ্রিতে অরিজিতকে দিয়ে গান গাওয়ানোর জন্য ।
এখন সময়ের অপেক্ষা। সলমনের লিপে অরিজিতের নতুন গানের অপেক্ষা। সলমন-অরিজিৎ সখ্যতা!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন