প্রধানমন্ত্রী করছেন শারীরিক কসরত, খাওয়াচ্ছেন ময়ূরদের, দেখুন ভিডিও
মনামী বন্দ্যোপাধ্যায় | 23 Aug 2020 02:14 PM (IST)
জানা গিয়েছে, রোজকার শারীরিক কসরতের সময় এই ময়ূররা তাঁর সঙ্গী হয়।
নয়াদিল্লি: সকালে ব্যায়ামের ফাঁকে ময়ূরদের খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন এই ভিডিওটি। ভিডিওর দৈর্ঘ্য ১ মিনিট ৪৭ সেকেন্ড। এতে লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবন থেকে একই চত্বরে অফিসের পথে তাঁর হেঁটে যাওয়া, ঘরে বসে ময়ূরদের খাওয়ানো ইত্যাদি নানা মুহূর্তের ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে, রোজকার শারীরিক কসরতের সময় এই ময়ূররা তাঁর সঙ্গী হয়।