নয়াদিল্লি:  গাজার হাসপাতালে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিভাজন চোখে পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাসপাতালে হামলার তীব্র নিন্দা করলেন তিনি। জানিয়ে দিলেন গোটা ঘটনায় হতবাক তিনি। হামলার নেপথ্যে যে বা যারাই থাকুক না কেন, তাদের উপরই এর দায় বর্তাবে বলে মন্তব্য করলেন। (Israel Palestine War)


মঙ্গলবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল। তাতে এখনও পর্যন্ত ৫০০-র বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপের মধ্যেই নিজের মতামত তুলে ধরলেন মোদি। 


বুধবার সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, 'গাজার আল-আহলি হাসপাতালে এতজনের মৃত্যু দুর্ভাগ্য়জনক। এই ঘটনায় হতবাক আমি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সংঘাতপর্বে নিরীহ নাগরিকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুতর এবং এতে উদ্বেগ বাড়ছে। যারা এর সঙ্গে যুক্ত, তাদের উপরই দায় বর্তাবে'।



আরও পড়ুন: Israel Palestine War: রাতের অন্ধকারে গাজার হাসপাতালে বিস্ফোরণ, বাইডেনের সফর বাতিল করল জর্ডান, তেতে উঠছে পশ্চিম এশিয়া


গত ৭ অক্টোবর ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হওয়া পরও খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছিলেন মোদি। তবে বরাবর ভারত যেভাবে প্যালেস্তাইনের প্রতি সমব্যথী থেকেছে, মোদির মন্তব্য় তার পরিপন্থী ছিল বলে জানান বিশেষজ্ঞরা। কারণ যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। ইজরায়েলের উদ্দেশে হামাসের ছোড়া রকেটকে সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেন। 


মোদির সেই মন্তব্যকে স্বাগত জানিয়েছিলেন ভারতে ইজরায়েল সরকারের প্রতিনিধি নাওর গিলন। তিনি জানান, যেভাবে তড়িঘড়ি হামলার নিন্দা করেছে ভারত, তা প্রশংসনীয়। এই সঙ্কটের মুহূর্তে ভারতের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "ইজরায়েলের প্রতি সমর্থন পেলাম আমরা। অনেকে ইতস্তত করলেও মোদি এবং ভারত যেভাবে হামলার নিন্দা করেছেন, তাতেই  আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বোঝা যাচ্ছে, ভারত পরিস্থিতি বুঝতে পেরেছে।" এর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ফোনেও কথা হয় মোদির। 


এর পর বিদেশমন্ত্রকের তরফে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সওয়াল করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, হামাসের কার্যকলাপের বিরোধী ভারত। কিন্তু বরাবরা স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে সওয়াল করে এসেছে ভারত, আজও সেই অবস্থানই বজায় রয়েছে। শান্তিপূর্ণ ভাবে বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।