নয়াদিল্লি : 'অপারেশন সিঁদুরের' পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নাগাড়ে গোলাগুলি বর্ষণ করছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই আবহে ভবিষ্যতে ভারত আরও কীভাবে পাকিস্তানকে পাল্টা জবাব দেবে তা নিয়ে আলোচনার জন্য এদিন জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধানরা। এর পাশাপাশি সামরিক কমান্ডার এবং কৌশলবিদদের সঙ্গেও এদিন প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা সেরেছেন। সূত্রের খবর, আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধানরা।
এদিন কিছু আগে ভারতের সশস্ত্র বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের তরফে আকাশসীমা লঙ্ঘন সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এর পাল্টা ভারত কী জবাব দিয়েছে সেই তথ্যও তুলে ধরা হয়। কর্নেল সোফিয়া কুরেশি বলেন, "৭ ও ৮ মে রাতে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক পরিকাঠামোকে টার্গেট করার উদ্দেশ্যে সমগ্র পশ্চিম সীমান্ত জুড়ে বেশ কয়েকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী ক্যালিবার অস্ত্রও ছুঁড়েছে। ৩৬টি স্থানে অনুপ্রবেশের চেষ্টা করার জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এই ড্রোনগুলির অনেকগুলিকে গুলি করে মাটিতে নামিয়েছে। এত বড় আকারে আকাশপথে অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ড্রোনগুলির ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, এগুলি তুর্কি অ্যাসিসগার্ড সোঙ্গার ড্রোন।" India-Pakistan Conflict
এই পরিস্থিতিতে "পাকিস্তান তাদের কর্মকাণ্ডের দায় স্বীকার করার পরিবর্তে, হাস্যকর এবং জঘন্য দাবি করেছে যে ভারতীয় সশস্ত্র বাহিনীই অমৃতসরের মতো তাদের নিজস্ব শহরগুলিকে লক্ষ্য করে পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করছে।" জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। তাঁর সংযোজন, "ওরা ওদের ইতিহাসের সাক্ষী হিসেবে এই ধরনের কর্মকাণ্ডে পারদর্শী... পাকিস্তান এই মিথ্যা তথ্য ছড়িয়েছে যে ভারত ড্রোন হামলার মাধ্যমে নানকামা সাহিব গুরুদ্বারকে টার্গেট করেছে, যা আরেকটি স্পষ্ট মিথ্যা। পাকিস্তান সাম্প্রদায়িক বিভেদ তৈরির উদ্দেশ্যে পরিস্থিতিকে সাম্প্রদায়িক রং দেওয়ার মরিয়া চেষ্টা করছে।" Foreign Secretary Vikram Misri Press Conference on India Pakistan Conflict